shono
Advertisement

সাংসদের সাসপেনশনের প্রতিবাদ, রাস্তায় নামল INDIA, যন্তরমন্তরে ধরনা রাহুলদের

সংসদে হামলার দিন ভয়ে পালিয়েছিলেন বিজেপি সাংসদরা! কটাক্ষ রাহুলের
Posted: 02:34 PM Dec 22, 2023Updated: 02:34 PM Dec 22, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভা এবং লোকসভার ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার। তার প্রতিবাদে এই প্রথমবার ইন্ডিয়ার (INDIA) ব্যানারে রাস্তায় নামলেন বিরোধী সাংসদরা। দিল্লির যন্তরমন্তরে ইন্ডিয়ার ব্যানারে ধরনা কর্মসূচি পালন করল ইন্ডিয়া জোটের সদস্যরা।

Advertisement

সংসদের নিরাপত্তা বিচ্যুতি এবং বিরোধীদের সাসপেন্ড করা নিয়ে বৃহস্পতিবারও পথে নেমেছিলেন বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি (BJP) বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার। ইন্ডিয়ার ওই মিছিলে অংশ নেন কংগ্রেসের (Congress) তাবড় নেতা। তবে ওই মিছিল ইন্ডিয়ার ব্যানারে হয়নি। অন্য দলের উপস্থিতিও সেভাবে চোখে পড়েনি।

[আরও পড়ুন: ৭২ নয় ৪৮ ঘণ্টা, নবান্নের সামনে ডিএ ধরনার সময়সীমা কমাল হাই কোর্ট]

শুক্রবার যন্তরমন্তরে রীতিমতো ইন্ডিয়ার ব্যানারে ধরনা কর্মসূচি পালিত হল। তাতে কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য দলের উপস্থিতিও চোখে পড়ল। ধরনায় ছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা। তৃণমূলের তরফে ছিলেন মৌসম বেনেজির নূর। ছিলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজারাও।

[আরও পড়ুন: শনিবার হাওড়া ও শিয়ালদহ দুই বিভাগেই বাতিল প্রচুর লোকাল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের]

এদিন ওই ধরনা মঞ্চ থেকেই সংসদ হানা নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর খোঁচা, “সেদিন সংসদে যখন হামলা হল, তখন বিজেপি সাংসদদের সাহসের বেলুন চুপসে গিয়েছিল। সবাই ভয়ে পালিয়েছিল।” রাহুল বলেন, “সংসদে নিরাপত্তায় গলদ হয়েছে। সেটা একটা সমস্যা। আরও একটা সমস্যা হল, কেন ওই হামলা হল। বিক্ষোভকারীরা আসলে বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল। সরকার ওদের কথা শোনে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement