সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোট আসন্ন। দেশজুড়ে নির্বাচনী প্রচারের নিশান উড়ছে। মাসের পর মাস ধরে ভারত জোড়ো ন্যায়যাত্রায় ব্যস্ত থাকলেও কংগ্রেসের জোটসঙ্গীর খোঁজে সেরকম কোনও সুবিধে করতে পারেননি রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর ঠিক এইসময়েই শাহরুখ খানের (Shah Rukh Khan) কাছ থেকে কং নেতার রাজনৈতিক পরামর্শ চাওয়ার এক ভিডিও ভাইরাল।
শাহরুখ দেশের অন্যতম মেগাস্টার। বলিউডের বাদশা। গ্ল্যামারদুনিয়ায় তিন দশক ধরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন কিং খান। ক্রিকেট টিম, নিজের ব্যবসা, সবমিলিয়ে তাঁর মতো ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন তারকার জুড়ি মেলা ভার! আর বলিউডের সেই বাদশার কাছেই কিনা রাজনৈতিক পরামর্শের খোঁজে রাহুল গান্ধী। কী পরামর্শ চাইলেন তিনি বাদশার কাছে?
২০০৮ সালের ঘটনা। এক অনুষ্ঠানের মঞ্চে রাহুল সরাসরি শাহরুখকে জিজ্ঞেস করেন, “রাজনীতিকদের কী পরামর্শ দিতে চাও?” সেখানে বসে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদরা। নেতামন্ত্রীদের সামনে দাঁড়িয়ে শাহরুখ সেদিন বিনম্রভাবে যে উত্তর দিয়েছিলেন, একবাক্যে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন উপস্থিত সকলে। রসিকতা করেই শাহরুখ প্রথমে বলেন, “খুব খুশি হলাম আমাকে এত সাধারণ প্রশ্ন করার জন্য। একটা ছোট্ট পরামর্শ, রাজনীতিকরা যেটা শুনলে দেশটা আরও সুন্দর হবে…., আর কাকে জিজ্ঞেস করলেন আপনি দেখুন! আমি একজন অভিনেতা। আমার পুরোটাই দেখনদারি। তবে যাঁরা দেশ চালান কিংবা চালানোর ইচ্ছেপ্রকাশ করেন, তাঁদেরকে আমি সম্মান করি।” শুধু একথা বলেই ক্ষান্ত থাকেননি শাহরুখ, রাজনীতিকদের সৎ থাকার পাঠও দিয়েছেন শক্ত ভাষায়।
[আরও পড়ুন: ‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের]
বলিউড বাদশার সংযোজন, “এটা নিঃস্বার্থ একটা কাজ। টেবিলের তলা দিয়ে টাকা নেবেন না। অনৈতিক কাজ করবেন না। আমরা যদি দেশটাকে ভাল করে চালাতে পারি, তাহলে আমরা সকলেই ভালো টাকা আয় করতে পারব। সকলে একসঙ্গে খুশি থাকব। তাই প্রত্যেক রাজনীতিকদের প্রতি আমার একটাই পরামর্শ, দয়া করে সৎ থাকুন, যতটা পারবেন।” এবার লোকসভার আগে আরও একবার চর্চায় শাহরুখের সেই অতীত ভিডিও।