shono
Advertisement

কেমছো! জামনগরের অনুষ্ঠানে WHO প্রধানের মুখে গুজরাটি শুনে উচ্ছ্বসিত মোদি

গ্লোবাল মেডিক্যাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি।
Posted: 08:47 PM Apr 19, 2022Updated: 08:47 PM Apr 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজনীতিবিদরা যে রাজ্যে প্রচারে যান, সেখানকার ভাষাতেই ভাষণ শুরু করেন। এখন এমনটাই রীতি। রাজ্যে বিধানসভা ভোটের সময় এই অভিজ্ঞতা হয়েছে আমাদের। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলাতেই বক্তব্য শুরু করতেন। অনেকটা সেই কায়দাতেই এদিন গুজরাটের মানুষের মন জয় করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)। হু-গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিশিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরুতে বললেন, “কেমছো.. মাজামা?” (কেমন আছেন, ভাল তো?)।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার গুজরাটের (Gujarat) জামনগরে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয় হু-গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিশিনের। যেটি ভারতের মাটিতে হওয়া প্রথম আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র। এদিনের অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ঘেব্রিয়েসাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মরিশাসের প্রধানমন্ত্রী। সেই মঞ্চেই নিজের ভাষণের শুরুতে গুজরাটি ভাষায় স্থানীয় মানুষকে অভিবাদন জানান হু প্রধান। বলেন, “কেমছো.. মাজামা?”। হু প্রধানের এমন সম্বোধনে করতালির জোয়ার ওঠে। উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকেরা। এমনকী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

[আরও পড়ুন: মোদি ও অম্বেদকরকে একাসনে বসিয়ে সমালোচিত সংগীত পরিচালক ইল্লাইয়ারাজা]

এদিন হু-গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিশিনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এই চিকিৎসা কেন্দ্রটিকে মানবতার সেবার কাজে ব্যবহার করবে। এটা একটা বড় দায়িত্ব। কেন্দ্রটি ঐতিহ্যগত ওষুধের মাধ্যমে বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ করবে। এটি স্বাধীনতার অমৃত মহৎসবের অংশ।”

[আরও পড়ুন: ‘অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, সবেতেই ব্যর্থ প্রধানমন্ত্রী’, মোদিকে ফের আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর]

অন্যদিকে হু প্রধান ঘেব্রিয়েসাসের মন্তব্য, “এটি সত্যিই একটি আন্তর্জাতিক প্রকল্প… এর অর্থ হল ভারত বিশ্বের কাছে পৌঁছবে, অপরপক্ষে সমগ্র বিশ্ব ভারতে আসবে।” এই সেবা প্রকল্পের উদ্যোগ নেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement