সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের আর্মব্যান্ড পরে দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনি পরবর্তী সময়ে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন কে? এস বদ্রিনাথের ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটাই করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথকে।
জবাবে বিশ্বনাথ বলেন, ”এসব নিয়ে দলের ভিতরে কথা হয়েছে। শ্রীনিবাসন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। অধিনায়ক ও সহ অধিনায়ক নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত আমাদের মধ্যে কথা হয়নি। বিষয়টা কোচ এবং অধিনায়কের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা স্থির করলে তা জানানো হবে শ্রীনিবাসনকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।”
[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]
২০২২ সালে রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় নেতৃত্ব ছেড়ে দেন। অধিনায়কের আর্মব্যান্ড ফিরিয়ে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিরই হাতে।
এবারের আইপিএল এখনও শুরু হয়নি। তার আগে অম্বতি রায়ডু জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি রোহিত শর্মাকে দেখতে চান। তবে ধোনি এখনই নেতৃত্ব ছাড়ছেন না। বিশ্বজয়ী অধিনায়কের পরে চেন্নাই সুপার কিংসকে কে নেতৃত্ব দেবেন, তার উত্তর দেবে সময়।