সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরে পাইকারি বাজারের মূল্য সূচক (Wholesale Price Index) একধাপে আরও বেড়ে হল ১৪.২৩ শতাংশ। পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির সূচক অক্টোবরে ছিল ১২.৫৪ শতাংশ। গত ষোলো বছরে এটাই পাইকারি বাজারের সর্বোচ্চ মূল্য সূচক। মঙ্গলবার কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান থেকেই এই তথ্যই জানা গিয়েছে।
চলতি বছরের এপ্রিল মাস থেকেই দুই সংখ্যায় পৌঁছেছে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি। মঙ্গলবার কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক (Commerce and Industry Ministry) একটি বিবৃতিতে জানিয়েছে, খনিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক পণ্য এবং খাদ্যপণ্যের দাম বাড়ে।
জ্বালানি তেল ও শক্তি সম্পদের (Fuel and Power) মূল্যবৃদ্ধির সূচক অক্টেবরে মাসে ছিল ৩৭.১৮ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে ৩৯.৮১ শতাংশ। অন্যদিকে নভেম্বর মাসে উৎপাদিত পণ্যের (Manufactured Product) মূল্যবৃদ্ধি হয়েছে ১১.৯২ শতাংশ।
[আরও পড়ুন: গ্যাস-পেট্রলের পর এবার দাম বাড়ছে অত্যাবশ্যকীয় ওষুধের! চিন্তায় আমজনতা]
অ্যাকিউট রেটিংস অ্যান্ড রিসার্চের চিফ অ্যানালিটিক্যাল (Chief Analytical Officer, Acuité Ratings & Research) অফিসার সুমন চৌধুরী (Suman Chowdhury) জানিয়েছেন, জ্বালানি ও শক্তিক্ষেত্রে ৫.৬ শতাংশ মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রগুলিতে। এর ফলে তেল, কয়লা ও বিভিন্ন ধরনের ধাতব জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে সাম্প্রতিককালে। অন্যদিকে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ পাইকারি সবজির মূল্যবৃদ্ধি।
তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না বলেই মনে করছেন অ্যাকিউট রেটিংস অ্যান্ড রিসার্চের চিফ অ্যানালিটিক্যাল অফিসার। তাঁর কথায়, শীতের মরশুমের খরিফ ফসল বাজারে ঢুকে পড়লেই সবজির দাম অনেকটাই কমে যাবে।
[আরও পড়ুন: ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে DRDO! শক্তিশালী ভারতের বার্তা রাজনাথের]
বিশেষজ্ঞদের বক্তব্য, যে হারে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি হচ্ছে, তার ফলে আগামী দিনে খুচরো বাজারের মূল্যবৃদ্ধিকে ঠেলে উপরে তুলবে। সমীক্ষা বলছে, জ্বালানি, চিকিৎসার মতো অত্যাবশ্যক পণ্যের খরচ এতটাই বাড়ছে যে, অত্যাবশ্যক নয় এমন জিনিসপত্রে খরচ বাঁচাচ্ছেন মানুষ। ফলে এক দিকে সেগুলির চাহিদা মার খাচ্ছে, অন্য দিকে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কম দেখাচ্ছে। অর্থনীতির পক্ষে যা সুখের কথা নয়।