shono
Advertisement

Breaking News

রাজমাতা শিবগামীদেবীর নির্দেশেই কি বাহুবলীকে হত্যা করে কাটাপ্পা?

জানলে চমকে উঠবেন! The post রাজমাতা শিবগামীদেবীর নির্দেশেই কি বাহুবলীকে হত্যা করে কাটাপ্পা? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Apr 27, 2017Updated: 02:07 PM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘বাহুবলী ২’-এর প্রথম রিভিউ৷ তবে ভারতে নয়, প্রথম রিভিউটি প্রকাশ্যে এসেছে সংযুক্ত আরব আমিরশাহী থেকে৷ উমর সাঁধু নামের এক ব্যক্তি, যিনি নিজেকে একজন ফিল্ম ও ফ্যাশন সমালোচক বলে দাবি করেছেন, টুইটারে এই রিভিউ পোস্ট করেছেন৷ এই সিনেমাটিকে ‘ফাইভ স্টার’ দিয়েছেন তিনি৷ প্রভাস নাকি তাঁর জীবনের সেরা পারফরম্যান্সটা দিয়েছেন এই সিনেমায়৷ একইসঙ্গে রানা দাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি ও তামান্নাও নাকি দারুন অভিনয় করেছেন৷

Advertisement

[OMG! অনলাইনে ফাঁস বাহুবলী ২-এর দৃশ্য!]

রিভিউয়ে উমর সাঁধু লিখেছেন, যে কোনও হলিউডি সিনেমাকে টক্কর দিতে পারে বাহুবলী ২৷ হলিউডের জনপ্রিয়তম সিনেমা ‘হ্যারি পটার’ সিরিজ বা ‘লর্ডস অফ রিং’কেও হার মানাবে বাহুবলী ২৷ সাউন্ড, ভিএফএক্স, এডিট, সিনেমাটোগ্রাফি ও স্ক্রিনপ্লেতে মার্ভেল-এর সিনেমাকেও দশ গোল দেবে এস এস রাজামৌলির নয়া সিনেমা, বলছেন সাঁধু৷ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে আজই মুক্তি পেয়েছে সিনেমাটি৷ তবে ভারতে রিলিজ করবে শুক্রবার৷ সংযুক্ত আরব আমিরশাহী সেন্সর বোর্ডের সদস্যরা নাকি সিনেমাটি শেষ হতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালিও দিয়েছেন৷

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি-র এক সদস্যও একই কথা জানিয়েছেন সংবাদপত্র ডিএনএ-কে৷ তিনি জানিয়েছেন, বাহুবলী’র প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশটি একটু লম্বা, প্রায় তিন ঘন্টার৷ কিন্তু পর্দা থেকে নাকি এক মুহূর্তও চোখ সরানো যাবে না৷ মূল সিনেমার কোনও দৃশ্য, কোনও সংলাপই কাটেনি সেন্সর বোর্ড৷ অ্যাকশন সিকোয়েন্সে এবার আরও বেশি স্পেশ্যাল এফেক্ট ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন সেন্সর বোর্ডের ওই কর্তা৷ মেল গিবসনের ‘হ্যাকস রিজ’-এর মতোই নাকি টানটান বাহুবলী ২-এর অ্যাকশন সিকোয়েন্স৷ তিনি আরও জানিয়েছেন, যে প্রশ্নের উত্তর জানতে গত ২ বছর ধরে বাহুবলী’র ফ্যানরা অপেক্ষা করছেন, সেই উত্তরটা জানলে তাঁরা চমকে উঠবেন৷ তিনি অবশ্য সেই রহস্যটা ভেঙে বলতে চাননি৷ দু’টি সিংহকে একসঙ্গে খাঁচায় ছেড়ে দিলে যেমনটা দেখতে লাগবে, বাহুবলীর সঙ্গে ভাল্লাল দেবের যুদ্ধের দৃশ্যগুলি নাকি ততটাই হিংস্র লেগেছে দেখতে৷

Just a day to go, for the mystery to be revealed.. Have you booked your tickets? #1DayToBaahubali2 pic.twitter.com/1oBYGnUgvF

— Baahubali (@BaahubaliMovie) April 27, 2017

তবে ‘কাটাপ্পা কেন বাহুবলীকে মারল’ এই প্রশ্নের একটি উত্তর বুধবার রাত থেকেই অনেকের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ঘুরছে৷ কানাঘুষো শোনা যাচ্ছে, দেবী মাহেশ্বরীর অভিশাপ থেকে বাঁচাতেই নাকি কাটাপ্পা পিছন থেকে বাহুবলীর শরীরে তরোয়াল ঢুকিয়ে দেন৷ এমনটা না করলে নাকি বাহুবলী যুদ্ধক্ষেত্রে পাথরের মূর্তি হয়ে যেতেন৷ তবে সেই তরোয়ালের আঘাতেও নাকি বাহুবলী মরেননি, সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করছেন অনেকে৷

তবে আরেকটি ওয়েবসাইটের দাবি, রাজমাতা শিবগামীর কথা অগ্রাহ্য করে বাহুবলী দেবসেনাকে বিয়ে করাতেই নাকি বেজায় চটে যান তিনি৷ তাঁর স্বামী বিজ্জ্বলা দেব ও সন্তান ভল্লাল দেব বারবার তাঁকে বোঝাতে থাকেন, এমনটা করে রাজ পরিবার ধ্বংস করতে চাইছেন বাহুবলী৷ তখনই নাকি মেজাজ হারিয়ে শিবগামীদেবী তাঁর একান্ত অনুচর কাটাপ্পাকে নির্দেশ দেন, বাহুবলীকে হত্যা করার৷ তবে এগুলো সবই জল্পনা, শোনা কথা৷ সত্যিটা জানতে এখনও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে আমাকে-আপনাকে৷

তবে সেন্সর বোর্ডের ওই কর্তা ডিএনএ-র কাছে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, এভাবে বাহুবলী সিরিজ শেষ হবে, সেটা তিনিও আঁচ করতে পারেননি৷ দর্শকরা যেমন সিনেমাটি দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠবেন, তেমনই শেষে এসে কেঁদে ফেলবেন৷

[বাহুবলীর দাপটে ‘বিসর্জন’ বাংলা সিনেমার!]

The post রাজমাতা শিবগামীদেবীর নির্দেশেই কি বাহুবলীকে হত্যা করে কাটাপ্পা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement