shono
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ বাবরকে প্রাক্তন কোচের খোঁচা, 'ওর ইংরাজি ভালো না'!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনের সুযোগ পাবেন বাবর? পাকিস্তানের কোচ বললেন...।
Published By: Sulaya SinghaPosted: 11:35 AM Feb 15, 2025Updated: 11:35 AM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে নিজের দেশেই আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ওপেন করতে নেমে চূড়ান্ত ব্যর্থ বাবর আজম। এমন পরিস্থিতিতে কি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও কি তাঁকে দিয়েই ওপেন করানো হবে? নাকি বিকল্প ওপেনারের চিন্তাভাবনা করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট! উত্তর দিলেন কোচ।

Advertisement

সম্প্রতি পাকভূমে সমাপ্ত হল ত্রিদেশীয় সিরিজ। যেখানে ছিল পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে রিজওয়ানদের মুখোমুখি হয়েছিলেন কেন উইলিয়ামসনরা। শেষ হাসি হাসে নিউজিল্যান্ড। ২৪৩ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা পাক শিবিরের জন্য ধাক্কা। কোহলির রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম ৬০০০ রানের নজির গড়লেও ওপেনিং স্লটে নজর কাড়তে পারলেন না বাবর। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন প্যাভিলিয়নে। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাবরকে দিয়ে কি আর ওপেন করানো হবে? যদিও যাবতীয় প্রশ্নকে বাউন্ডারির বাইরে ফেললেন কোচ আকিব জাভেদ। বলে দিলেন, অভিজ্ঞ বাবরের উপর পূর্ণ আস্থা রয়েছে দলের।

পাকিস্তান দলের কোচ বলেন, "দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজের দিকে তাকান। সব ফরম্যাটেই ওকে ওপেনিং করতে হয়েছে। তাই নতুন বলের মুখোমুখি হওয়া বাবরের জন্য নতুন কোনও বিষয় নয়। যে ব্যাটার যে পজিশনে ভালো খেলবে, তাকে সেখানেই খেলানো হবে। তাই পাকিস্তানের পিচে বাবরই ওপেন করবে আর আমার আশা ভালোই পারফর্ম করবে।"

এদিকে বাবরের ব্যর্থতার মাঝেই তাঁর ইংরাজি বলা নিয়ে খোঁচা দিলেন এককালের কোচ হার্ষল গিবস। করাচি কিংসে কোচিংয়ের সময় বাবরের সঙ্গে কথা বলতে গিয়ে সমস্যায় পড়তে হত গিবসকে। এক্স হ্যান্ডেলে তিনি জানান, 'ভাষা একটা বড় সমস্যা। ওর ইংরাজিটা যেহেতু তেমন ভালো না। তাই বিষয়গুলো বোঝাতে অসুবিধা হত।' গিবসের এমন মন্তব্য নিয়ে ঠাট্টা-মশকরাও শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement