shono
Advertisement

Kolkata Civic Polls: ফের কলকাতার মেয়র পদে ফিরহাদকেই চাইছেন মমতা? দলনেত্রীর মন্তব্যে বাড়ল জল্পনা

কী বললেন তৃণমূল সুপ্রিমো?
Posted: 08:14 PM Dec 15, 2021Updated: 08:24 PM Dec 15, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রীর পরপর নির্দেশ। কখনও বুস্টার পাম্পিং স্টেশন তৈরি, কখনও গরিবদের জন্য অল্প পয়সায় কমিউনিটি হল ভাড়া দেওয়ার পরামর্শ। বুধবার ভোটের প্রচারমঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এরকমই একাধিক নির্দেশ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। তাহলে কি কলকাতার মেয়র পদে ফের ফিরহাদকেই চাইছেন মমতা? দলনেন্ত্রীর এহেন নির্দেশিকা সেই জল্পনা বাড়িয়ে দিল বলেই মত রাজনৈতিক মহলের।

Advertisement

যেদিন পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, “আপনাদের মেয়র পদপ্রার্থী কে?” তিনি জানিয়েছিলেন, “এভাবে আমাদের পদপ্রার্থী ঠিক হয় না। দলের মধ্যে আলোচনা করে এটা ঠিক হয়।” কিন্তু পুরভোটের মুখে এসে মঞ্চে ফিরহাদকে ডেকে ডেকে নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কি পরবর্তী মেয়র ফিরহাদই? এদিন প্রচারের মঞ্চ থেকে দলনেতাদের সামনে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো?

[আরও পড়ুন: Omicron: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রমিত মুর্শিদাবাদের শিশু]

গোয়া থেকে ফিরেই পুরভোটের প্রচারে ঝাঁপিয়েছেন মমতা। ফুলবাগানে প্রথম প্রচারসভা ছিল তাঁর। সেই মঞ্চেই বক্তব্য রাখতে রাখতে হঠাৎই রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা প্রাক্তন মেয়রকে কলকাতায় অতিরিক্ত বুস্টার পাম্পিং স্টেশন গড়ার নির্দেশ দেন। বলেন, ”কলকাতায় বুস্টার পাম্পিং স্টেশন গড়ে দিও।” দ্রুত সেই নির্দেশ পালন করবেন বলে জানিয়ে দেন ফিরহাদও। কলকাতায় সেকেন্ড ডোজ কতজন পেয়েছেন, মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের লক্ষ্যও ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। এমনকী, কলকাতার কমিউনিটি সেন্টারগুলির বুকিং ব্যবস্থা অনলাইন করে দেওয়ারও নির্দেশও তাঁকে দেন মমতা। বলেন, ”নিম্নবিত্তদের জন্য কমিউনিটি হলের ভাড়ার ৫০ শতাংশে ছাড় দিতে হবে।” সবমিলিয়ে এদিন কলকাতার উন্নয়ন ও নাগরিক পরিষেবা দেওয়ার দায়িত্ব সেই ফিরহাদের কাঁধেই দেন দলনেত্রী। আর এর জেরেই বেড়েছে জল্পনা।

কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের ‘ট্র্যাক রেকর্ড’ নজরে পড়ার মতো। সামলেছেন আমফান, যশ বা ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়। আবার করোনা পরিস্থিতির মোকাবিলা করার পাশাপাশি টিকাকরণের ক্ষেত্রেও মাইল ফলক ছুঁয়েছে কলকাতা। ফলে সাফল্যের নিরিখে কলকাতার মেয়র পদের দৌড়ে ফিরহাদ যে কিছুটা এগিয়েই থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। 

[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব ফেরানোর ‘শাস্তি’, স্বামীর অনুপস্থিতিতে বধূর ঠোঁটে কামড় যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement