shono
Advertisement

জনধন অ্যাকাউন্টে কালো টাকা নয়, হুঁশিয়ারি মোদির

কালো টাকার রাখার পরিণতি জেল৷ The post জনধন অ্যাকাউন্টে কালো টাকা নয়, হুঁশিয়ারি মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 03:03 PM Dec 04, 2016Updated: 09:33 AM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কজনধন অ্যাকাউন্টে কালো টাকার রাখার পরিণতি জেল৷ আরও একবার দেশের জনসাধারণকে সতর্ক করলেন নরেন্দ্র মোদি৷ কালো টাকা নির্মূল করতেই পুরনো ৫০০, ১০০০ এর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এরইমধ্যে কালো টাকা সাদা করতে দেশের সাধারণ জনগণের জন্য খোলা জনধন অ্যাকাউন্টকে ব্যবহার করেছেন বহু কালো টাকার কারবারিরা৷ এমন খবর মিলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷

Advertisement

উত্তরপ্রদেশের মোরাদাবাদে নির্বাচনী প্রচারের জন্য পরিবর্তন যাত্রা নামে একটি জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি৷ সেই সভাতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন উত্তরপ্রদেশবাসীকে ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদজ্ঞাপনও করেন মোদি৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিবি হটাও অভিযানে নেমেছে তাঁর সরকার৷ কেন্দ্রে নোট বাতিলে গত ৫০ দিন ধরে দেশের সাধারণ জনতা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে সেকথা আরও একবার স্বীকার করে নেন মোদি৷ পাশাপাশি, এত অসুবিধা সত্ত্বেও দেশের স্বার্থে লড়াই করার জন্য দেশবাসীকে অভিবাদন জানাতেও  ভোলেননি প্রধানমন্ত্রী ৷

মোদি বলেন কালো টাকার কারবারিরা নিজেদের স্বার্থে এখন গরিব মানুষের দ্বারস্থ হচ্ছেন৷ তাঁদের কালো টাকা নিজেদের জনধন অ্যাকাউন্টে না রাখার জন্য দেশের গরিব সাধারণ জনতাকে অনুরোধ করেন তিনি৷ তাঁর কথায় দুর্নীতিই দেশের সমস্ত সমস্যার মূল৷ তাই দেশ থেকে এই দুর্নীতিকেই নির্মূল করার ডাক দেন নরেন্দ্র মোদি ৷

The post জনধন অ্যাকাউন্টে কালো টাকা নয়, হুঁশিয়ারি মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement