shono
Advertisement

অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

সারদা কর্তার থেকে টাকা নিয়েছে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, আক্রমণ মুখ্যমন্ত্রীর৷ The post অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Apr 05, 2019Updated: 03:05 PM Apr 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আগামী দিনে অসম জয় করব’৷ দিল্লির কুরসি থেকে এনডিএ সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিয়ে এভাবেই অসম জয়ের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এনআরসি-কে হাতিয়ার করে ধুবুড়ির জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত বিষোদগার করলেন তিনি৷ সারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে পালটা আক্রমণ শানালেন বিজেপি শাসিত অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে৷

Advertisement

[ আরও পড়ুন: চপার কেলেঙ্কারির মিডলম্যানের মুখে শীর্ষ কংগ্রেস নেতার নাম! চাপে রাহুল ব্রিগেড  ]

লোকসভা ভোটের আবহে শুক্রবারই অসমে প্রথমবার প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বক্তৃতার শুরু থেকেই মূল প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তিনি৷ অসমের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অসম-বাংলার সম্পর্ক দীর্ঘদিনের৷ অসম-বাংলা কেউ আলাদা নয়৷ আমরা আগামী দিনে অসম জয় করব৷’’ এনআরসি প্রসঙ্গ টেনে তিনি আক্রমণ করেন কেন্দ্রকে৷ বলেন, ‘‘এনআরসি খসড়ায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ওরা৷ ২২ লক্ষ হিন্দুর নাম দাব দিয়েছে৷ মুসলমান, গোর্খাদের নাম বাদ দিয়েছে৷ এনআরসির খসড়া দেখে আমার বুকে ধাক্কা লেগেছিল৷ সবার আগে আমাদের প্রতিনিধিরা অসমে এসেছিলেন৷ ওঁদের এয়ারপোর্টে আক্রমণ করা হয়৷ ওঁদের বিরুদ্ধে মামলা করা হয়৷ আমি যাতে অসমে ঢুকতে না পারি সে কারণে আমার বিরুদ্ধেও মামলা হয়৷’’ গেরুয়া শিবিরের বিরুদ্ধে মমতার হুঁশিয়ারি, ‘‘তৃণমূলকে ভয় দেখিয়ে কেনা যায় না৷ ধমকে- চমকে কেনা যায় না৷ তৃণমূল মা-আম্মার দল৷ আমি ভয় পাই না৷ তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই৷’’

[ আরও পড়ুন:  ‘অন ডিউটি’ আরপিএফ জওয়ানরা পাবেন বিমান ভাড়া, সিদ্ধান্ত কেন্দ্রের ]

সম্প্রতি রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেছিলেন, এবার ক্ষমতায় ফিরলে বাংলাতেও এনআরসি হবে৷ যার কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনও একই ভাষায় বিজেপির সেই ঘোষণার সমালোচনা করেন তিনি৷ জানান, ‘‘পাঁচ বছরে দেশটাকে ধ্বংস করেছে বিজেপি৷ মোদিবাবু এক্সপায়রি প্রাইমিনিস্টার৷’’ অভিযোগ করেন, ডিটেনশন ক্যাম্পে শিশু ও মহিলাদের আটকে রেখে অত্যাচার চালাচ্ছে অসমের বিজেপি সরকার৷ উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে৷ নাগরিকত্ব বিলের নামে দেশ ছাড়া করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির৷ এরাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি-সহ অন্যান্য বিরোধীরা৷ এবার সেই অভিযোগকেই অসমের মাটিতে বিজেপির বিরুদ্ধে পালটা অস্ত্র হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, সারদা কর্তার থেকে টাকা নিয়েছে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ অথচ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ বরং তৃণমূল সরকার চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার করেছে৷

আসন্ন লোকসভা নির্বাচনে অসমে ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ লড়াই কঠিন জেনেই এদিনের প্রচারসভা থেকে অসমবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, ‘‘কংগ্রেস-বিজেপিকে দেখেছেন, একবার তৃণমূলকে ভোট দিয়ে দেখুন৷ তৃণমূল পশ্চিমবঙ্গে দু’টাকা কিলো চাল দেয়৷ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেয়৷ অসম সরকার কী করে? শুধু বড় বড় কথা বলে৷’’

ছবি: দেবাশিস বিশ্বাস

The post অসম জয়ের ডাক দিয়ে এনআরসি ইস্যুতে বিজেপিকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement