অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে জেতা ম্যাচ প্রায় হেরে যেতে বসেছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) শুরুতেই ধাক্কা খেত হরমনপ্রীত কৌরের দল। কিন্তু প্রবল চাপের মুখে তাঁর ব্যাট থেকে এল ৩১ রানের অনবদ্য ইনিংস। দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। তিনি- শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। মাত্র কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য। তবে একটা ম্যাচ নয়, চলতি টুর্নামেন্টে সব ম্যাচ জিতে দেশে ফিরুক মেয়ে, এমনটাই চাইছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ।
রুদ্ধশ্বাস ম্যাচ বসে দেখেননি রিচার বাবা। তাঁর মতে, “আমি রিচার কোনও ম্যাচই দেখতে পারি না। খুব টেনশন হয়। তবে শেষ পর্যন্ত ও ভাল খেলেছে তাতে আমি খুবই খুশি। এইভাবেই ভাল খেলুক, দেশের হয়ে আরও অনেক ম্যাচ জিতুক, সেটাই চাই।” পাকিস্তান ম্যাচে এত ভাল খেলেছেন রিচা। তবে সেই নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নন মানবেন্দ্রবাবু। আরও অনেক ভাল খেলতে হবে, মেয়েকে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক মর্গ্যান]
কয়েকদিন আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিচার। কিন্তু ঐতিহাসিক ট্রফি জয়ের পর বাড়িতে ফিরতে পারেননি ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন। কারণ ভারতের সিনিয়র দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন তিনি। এশিয়া কাপও জিতেছেন।
কিন্তু মানবেন্দ্রবাবু চান, আরও বড় ট্রফি ভারতের ঘরে আসুক। মেয়ের কাছে তাঁর সাফ দাবি, বিশ্বকাপ চাই তাঁর। মানবেন্দ্রবাবু বলেছেন, “অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে রিচাকে। সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জিতুক রিচা, ভারতের ঘরে আসুক মহিলাদের বিশ্বকাপ, এটাই চাই আমি।” শুধু মানবেন্দ্রবাবু নয়, একই স্বপ্ন দেখছে আপামর ভারতবাসীও। অন্যদিকে, সোমবারই মহিলা আইপিএলের নিলামে আকাশছোঁয়া দাম পেলেন রিচা। ১ কোটি ৯০ লক্ষ টাকায় আরসিবিতে যোগ দিলেন তিনি।