shono
Advertisement

‘চোখ মারা ইসলাম বিরুদ্ধ’, প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপ্রিম কোর্টে

ফের অভিযুক্ত দক্ষিণী অভিনেত্রী। The post ‘চোখ মারা ইসলাম বিরুদ্ধ’, প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Apr 09, 2018Updated: 07:53 PM Apr 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে মুখ্য চরিত্র নন। অথচ মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে তাঁকে। খ্যাতির পাশাপাশি বিড়ম্বনাও সইতে হয়েছে প্রিয়া প্রকাশ ভারিয়েরকে। গানে ইসলামের অপমান করা হয়েছে, এই অভিযোগ নিয়েই আগেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন নিন্দুকদের একাংশ। তবে সে অভিযোগ ধোপে টেকেনি। হাল ছাড়তে নারাজ প্রতিবাদীরা। ফের সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে পিটিশন। এবার সরাসরি অভিযোগ উঠেছে প্রিয়া প্রকাশের বিরুদ্ধে। অভিযোগ, চোখ মারা ইসলাম বিরুদ্ধ।

Advertisement

ভ্যালেন্টাইন’স ডে-র ঠিক আগেই প্রকাশিত হয়েছিল ‘ওরু আদার লাভ’ ছবির ‘মানকিয়া মালারাই পুভি’ গানটি। যে গানের একটি দৃশ্যে চোখের ইশারায় গোটা দুনিয়াকে পাগল করেছেন দক্ষিণী অভিনেত্রী। রাতারাতি তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যায়। প্রিয়া ম্যানিয়া থেকে রেহাই পাননি তারকারাও। নেহা কক্করের মতো গায়িকা প্রিয়ার কায়দায় দর্শকদের মন জয় করেছেন। আবার ঋষি কাপুরের মতো বর্ষীয়ান তারকাও আফসোস করেছেন, কেন প্রিয়া তাঁর জমানায় ছিলেন না।

[‘এ ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিত নাড়িয়ে দেবে’]

তবে ভাইরাল হওয়া গানটি নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল ‘ওরু আদার লাভ’-এর গোটা ইউনিটকে। মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশের গান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক ওমর লুলুকে নোটিস পাঠিয়েছিল হায়দরাবাদের ফলকনুমা পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় ফৌজদারি মামালা রুজু হয় লুলুর বিরুদ্ধে। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৯৫ ধারার আওতায় আরও একটি মামালা রুজু হয় তাঁর বিরদ্ধে। হার মানেননি প্রিয়া। ছবির বিরুদ্ধে ফৌজদারি মামলায় স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। সে আবেদন মঞ্জুরও করেছিল শীর্ষ আদালত। সোমবার নতুন করে হায়দরাবাদের দুই বাসিন্দা প্রিয়ার চোখ মারার দৃশ্যকে ইসলাম বিরুদ্ধ বলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এ মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করবে কিনা, তা এখনও জানা যায়নি।

[‘সলমনের যথাযথ শাস্তি হয়েছে’, মুখ খুলে ধর্ষণের হুমকি পেলেন সোফিয়া]

The post ‘চোখ মারা ইসলাম বিরুদ্ধ’, প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার