-
- ফটো গ্যালারি
- Winter scenes in kashmir delhi and entire nation
তুষারপাত কাশ্মীর-সিকিমে, কুয়াশায় 'অদৃশ্য়' তাজমহল! রইল 'শীতের দেশে'র অ্যালবাম
সিকিমের লাচেনে বছরের প্রথম তুষারপাত দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।
Tap to expand
চারদিক সাদা। গাছপালা থেকে রাস্তাঘাট মুড়ে গিয়েছে বরফে। কেউ যেন সাদা চাদর বিছিয়ে দিয়েছে এলাকাজুড়ে। তুষারপাতের পর যেন শ্বেতশুভ্র অলংকারে সেজেছে ভূস্বর্গ। এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী পর্যটকরা।
Tap to expand
তুষারপাত চলছে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এভাবেই বরফে ঢেকেছে কাশ্মীরের বারামুলা। দেখতে ভিড় পর্যটকদের। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সকলে।
Tap to expand
তুষারপাত উপভোগ করতে ছাড়ছেন না কেউই। বরফপাতের মধ্যেই বাইরে বেরিয়ে পড়েছেন অনেকে। বাচ্চা থেকে বড়, সকলেই খুশিতে মেতেছে। তবে লাগাতার তুষারপাতের জন্য বন্ধ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা।
Tap to expand
বাড়িঘর মুড়ে গিয়েছে বরফে। পর্যটকদের ভিড় হলেও খুব দরকার না হলে বাড়ির বাইরে বেরচ্ছেন না স্থানীয়রা।
Tap to expand
মঙ্গলবার রাতে বছরের প্রথম তুষারপাত হয়েছে সিকিমের লাচেনে। বুধবার সকালেও সে দৃশ্যের সাক্ষী থেকেছেন স্থানীয়রা। তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকরাও।
Tap to expand
অনেকে গাড়ি থামিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। এমনকী বাড়িতে প্রিয়জনকে ভিডিও কলেও তুষারপাত দেখান।
Tap to expand
এদিকে পাহাড়ে তুষারপাত হলে দূষণে কার্যত নাজেহাল দিল্লি ও পার্শ্ববর্তী শহর আগ্রা। তারই মধ্যে ঠান্ডা ও কুয়াশার চাদরে ডেকে গিয়েছে তাজমহল। এদিন কার্যত অদ্শ্য হয়ে যায় এই স্মৃতিসৌধ।
Tap to expand
পারদ নেমেছে উত্তরাখণ্ড, হরিয়ানাতেও। ঠান্ডা তাড়ানোর 'ওষুধ'। আগুন পোহাতে ব্যর্থ গুরুগ্রামের বাসিন্দারা।
Tap to expand
রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল' গেয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়। ছবি: কৌশিক দত্ত।
Published By: Subhankar PatraPosted: 05:13 PM Jan 08, 2025Updated: 04:02 PM Jan 09, 2025
সিকিমের লাচেনে বছরের প্রথম তুষারপাত দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।