'গঙ্গাসাগরের দিকে তাকিয়ে দেখে না কেন্দ্র', কপিল মুনির আশ্রম থেকে তোপ মমতার
মমতা ভারত সেবাশ্রম সংঘেও যান।
Tap to expand
গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কপিল মুনির আশ্রমে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। নিজস্ব চিত্র
Tap to expand
দেখা করেন আশ্রমের প্রধানের সঙ্গে। অন্যান্য আশ্রমিকের সঙ্গেও দেখা করেন মমতা। নিজস্ব চিত্র
Tap to expand
এদিন কপিল মুনির আশ্রম থেকে বেরিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। বলেন, "গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনও অংশে কম নয়।" নিজস্ব চিত্র
Tap to expand
মুখ্যমন্ত্রীর অভিযোগ, "'কুম্ভমেলায় কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয়। গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনও টাকা দেয় না। গঙ্গাসাগরের দিকে তাকিয়েও দেখে না কেন্দ্র।" নিজস্ব চিত্র
Tap to expand
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে, দেড় হাজার কোটি টাকা লাগবে। ২ থেকে ৩ বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে।" নিজস্ব চিত্র
Tap to expand
বাংলাদেশ থেকে ফেরত আসা মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সঙ্গেও দেখা করেন মমতা। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। নিজস্ব চিত্র
Tap to expand
মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “আপনারা কখনওই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না-উঠলে না-উঠবে।" নিজস্ব চিত্র
Tap to expand
এদিন মমতা ভারত সেবাশ্রম সংঘেও যান। সেখানে শ্রদ্ধার্ঘ প্রদান করেন। নিজস্ব চিত্র
Tap to expand
সংঘের আশ্রমিকদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
Published By: Paramita PaulPosted: 08:29 PM Jan 06, 2025Updated: 09:29 PM Jan 06, 2025
মমতা ভারত সেবাশ্রম সংঘেও যান।