নব্যেন্দু হাজরা: ফেব্রুয়ারিতেও জবুথবু দশা বঙ্গবাসীর। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির আশেপাশে। ফলে সকলের মনে প্রশ্ন একটাই, আর কতদিন ব্যাটিং করবে শীত? উত্তর দিল হাওয়া অফিস।
ঠিক কী জানাল আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre, Kolkata)? জানা গিয়েছে, এখনই বিদায় নিচ্ছে না শীত (Winter)। আগামী সপ্তাহেও শীত জারি থাকবে বঙ্গে। অর্থাৎ বিদায়বেলায় জমিয়ে ব্যাটিং করবে শীত। রাত ও ভোরে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। কয়েকটি জেলায় শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বেলা বাড়তেই পরিস্কার হবে আকাশ।আগামিকাল থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়ে। তারপরই ফের নামবে পারদ।
[আরও পড়ুন: জমির মালিকানা নিয়ে টানাপোড়েনে থমকে রেলের কাজ, প্রতিবাদে ট্রেন অবরোধের ডাক]
বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিমে এবং দার্জিলিংয়ে। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। তবে কলকাতায় মেঘমুক্ত থাকবে আকাশ। বুধবারের সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। বৃষ্টি হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। উল্লেখ্য, চলতি মরশুমে প্রতিবারের তুলনায় বেশ খানিকটা দেরিতেই শীত পড়েছে বঙ্গে। পৌষেও সেভাবে দাপট দেখায়নি শীত। তবে নজিরবিহীনভাবে ফেব্রুয়ারিতে শীতে নাস্তানাবুদ বঙ্গবাসী।