shono
Advertisement

দশকের সেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা উইসডেনের, জায়গা পেলেন এই চার ভারতীয়

দেশে নিন বাছাই করা একাদশ। The post দশকের সেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা উইসডেনের, জায়গা পেলেন এই চার ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Dec 24, 2019Updated: 04:16 PM Dec 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশকের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির টিম ইন্ডিয়া। তারপর টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে একের পর এক সাফল্য ছুঁয়েছে ভারতীয় দল। গোটা দশক ধরে ক্রিকেট বিশ্বে ভারতের জয়জয় শোনা গিয়েছে। আর সেই সৌজন্যেই দশক শেষে সেরা একাদশে ঠাঁই পেলেন ভারতের চার তারকা। বছরের শেষে সেরা ওয়ানডে এবং টেস্ট একাদশ ঘোষণা করেছে উইসডেন (Wisden)।

Advertisement

গত দশ বছরে দেশ এবং বিদেশের মাটিতে একগুচ্ছ ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে যখন ব্যাটন তুলে নিয়েছেন বিরাট কোহলি, তখনও পালটায়নি ছবিটা। জয়ের ধারা বজায় রেখে অধিনায়ক হিসেবে নজির গড়েছেন ক্যাপ্টেন কোহলি। শুধু তাই নয়, টেস্ট ও ওয়ানডে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করেছেন তিনি। আর সেই সুবাদেই উইসডেনের প্রকাশিত দশকের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় তারকা।

[আরও পড়ুন: আইপিএল নিলামে দল পাননি, অভিনব কায়দায় ‘হতাশা’ সেলিব্রেট করলেন মনোজ তিওয়ারি]

ধোনি ও কোহলির পাশাপাশি সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মাও। ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক বছরটাও শেষ করেছেন সবচেয়ে বেশি রান ঝুলিতে ভরে। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে স্থান রোহিতের। তাই অজি তারকা ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে হিটম্যানকেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত দশকের সেরা ওয়ানডে দলেও রয়েছেন এই তিন ভারতীয় তারকা। উইসডেনের তালিকায় চার নম্বরে রাখা হয়েছে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সকে। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন বাংলাদেশি তারকা শাকিব আল হাসানও। প্রকাশিত ওয়ানডে একাদশ এরকম:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, জোস বাটলার, এমএস ধোনি, শাকিব আল হাসান, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও ট্রেন্ট বোল্ট।

এদিকে, ঘোষিত দশকের সেরা টেস্ট একাদশে বিশ্বের তাবড় তাবড় বোলারদের পাশে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গত দশ বছরে তাঁর স্পিনের জাদুতে বহু ম্যাচ জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। ৭০ ম্যাচে ৩৬২ উইকেট তাঁর। টেস্টে অবশ্য রোহিত শর্মাকে রাখেনি উইসডেন। চলুন দেখে নেওয়া যাক বাছাই করা একাদশ।

[আরও পড়ুন: স্বপ্নের আইপিএল একাদশে নিজেকেই অধিনায়ক বাছলেন সৌরভ, বাদ দিলেন ধোনিকে]

অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সঙ্গকারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বেন স্টোকস, এবি ডিভিলিয়ার্স, আর অশ্বিন, ডেল স্টেইন, কাগিসো রাবাডা এবং জেমন অ্যান্ডারসন।

The post দশকের সেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা উইসডেনের, জায়গা পেলেন এই চার ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement