স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে ওঠায় অভিনন্দনের জোয়ারে ভেসে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিরাট কোহলি (Virat Kohli) থেকে ভিভিএস লক্ষ্মণ, প্রাক্তন মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ থেকে ঝুলন গোস্বামী, প্রত্যেকেই ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃষ্টির দরুন ভারত-ইংল্যান্ড ম্যাচ হয়নি। যেহেতু ভারত গ্রুপ লিগের প্রতিটি ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছিল, তাই ভারত সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে কোহলি টুইট করেছেন।
বিরাট কোহলি বলছেন, “টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাচ্ছি। মেয়েদের জন্য আজ আমরা সত্যিই গর্বিত। ফাইনালের জন্য তোমাদের আগাম শুভেচ্ছা রইল। আশা করি ফাইনালে তোমাদের ভাগ্য সহায় থাকবে।” টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ বললেন, “গ্রুপের প্রতিটি ম্যাচ জেতার পুরস্কার তোমরা পেলে। পরিশ্রমের ফসল ফলিয়ে আজ ফাইনালে পৌঁছে গিয়েছো। আশা করি রবিবারের ফাইনালে একইভাবে তোমরা নিজেদের মেলে ধরতে সক্ষম হবে।”
[আরও পড়ুন: বৃষ্টিতে বাতিল সেমিফাইনাল ম্যাচ, গ্রুপ শীর্ষে থাকার সুবাদে বিশ্বকাপের ফাইনালে ভারত]
প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ নিজের শুভেচ্ছাবার্তায় বলছেন, গ্রুপের চারটে ম্যাচে চারটেতেই জিতেছিল ভারত। তার পুরস্কার স্বরূপ আজ ভারত পৌঁছে গেল টি-২০ বিশ্বকাপের ফাইনালে। আশা রাখব ফাইনালে প্রতিপক্ষ দলকে সর্বস্তরে টেক্কা দিয়েই চ্যাম্পিয়ন হবে।” মহিলা টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলছেন,”দল ফাইনালে ওঠায় দারুন রোমাঞ্চ অনুভব করছি। যা ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়। তবে ইংল্যান্ডের জন্য দুঃখ হচ্ছে। একজন ক্রিকেটার হিসাবে কষ্ট পাচ্ছি, এভাবে ছিটকে যাওয়ার জন্য। কখনও চাইব না, এমন পরিস্থিতির সামনে পড়ুক ভারত। নিয়মকে মেনেই চলতে হবে। তাই কিছু করার নেই। তবে ভারত ফাইনালে গিয়েছে, এটাই বড় ব্যাপার।”
[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার, আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে শেফালি]
ঝুলন গোস্বামী বলছেন, “ভারতীয় দলের ফাইনালে খেলাই বাঞ্ছনীয়।গ্রুপ স্তরে যেভাবে পারফর্ম করেছে তাতে ফাইনালে না খেললে অঘটন হতো। শেষ ধাপে তোমরা পৌঁছে গেলে। বাকি শুধু একটা ম্যাচ। আশা করছি ওই ম্যাচ জিতে তোমরা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।”
The post বিশ্বকাপের ফাইনালে ওঠায় মহিলা দলকে শুভেচ্ছা কোহলির, প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা appeared first on Sangbad Pratidin.