shono
Advertisement

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে নজির গড়তে প্রস্তুত এই ভারতীয়

কোনও প্রতিবন্ধকতাই থামাতে পারবে না এযুগের অর্জুনকে! The post অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে নজির গড়তে প্রস্তুত এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 PM Apr 30, 2018Updated: 05:15 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অর্জুন’ নামটা শুনলে প্রথমেই আমাদের মনে পড়ে মহাভারতের সেই বীর যোদ্ধার কথা৷ অথবা বলিউডের বিখ্যাত ‘করণ-অর্জুন’ সিনেমার কথা৷ তবে এই প্রতিবেদনে আপনি নতুন এক অর্জুনকে চিনবেন! তাঁর নাম অর্জুন বাজপেয়ী৷ যিনি নিজেও কোনও সুপারহিরোর চেয়ে কম যান না৷ ইতিমধ্যেই বহু রেকর্ড গড়ে ফেলেছেন এই ভারতীয় যুবক৷ কিন্তু এবার তাঁর লক্ষ্য, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করা৷

Advertisement

[কাঠুয়া গণধর্ষণ কাণ্ড ছোট্ট ঘটনা, জম্মু-কাশ্মীরের নয়া উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যে শোরগোল]

অর্জুন নিজেই জানাচ্ছেন, অল্প বয়স থেকেই তাঁর পর্বত আরোহণের নেশা৷ তাঁর মুকুটে প্রথম পালক যুক্ত হয় ২০১১-তে৷ সে বছর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন অর্জুন৷ এর পর পা বাড়ান মাউন্ট লোতসে ও মাউন্ট মানাসলুর দিকে৷ যা যথাক্রমে বিশ্বের চতুর্থ ও অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ৷ এখানেই শেষ নয়, বরং আরও বাড়তে থাকে অর্জুনের পর্বতারোহণের খিদে৷ সেই খিদেই তাঁকে নিয়ে যায় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর দিকে৷ ২০১৩-তে যে যাত্রা শুরু হয়েছিল চারবারের চেষ্টায়, ২০১৬-য় তা পূর্ণতা পায়৷ বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ে সফল হন অর্জুন৷

এখানেই শেষ নয়, বন্ধু ভূপেশ কুমারকে সঙ্গে নিয়ে বিশ্বের ষষ্ঠ উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট শো ইয়ো-তেও পাড়ি দেন অর্জুন৷ ৬১৮০ মিটার উপরে অজ্ঞাত পরিচয়ের একটি শৃঙ্গে উঠেছিলেন তাঁরা৷ প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে শৃঙ্গটির নাম দেন, ‘মাউন্ট কালাম’৷ এই সফরে অর্জুনকে পড়তে হয়েছিল চরম কষ্টের মধ্যে৷ অক্সিজেনের অভাবে রক্ত চলাচল প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তাঁর শরীরে৷ প্রায় অবশ হয়ে গিয়েছিল তাঁর শরীরের বাঁ দিক৷ কিন্তু এতেও শেষ হয়ে যায়নি অর্জুনের পর্বতারোহণের নেশা, বরং যেন আরও বেড়ে গিয়েছে৷ এখন তাঁর সামনে চ্যালেঞ্জ, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘায় পাড়ি দেওয়া৷ তিনি নিজেও জানেন না, সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে কোন রহস্য-রোমাঞ্চ?

[এক্সাইজ ডিউটিতে কাটছাঁট নয়, কেন্দ্রের সিদ্ধান্তে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম]

দেখুন ভিডিও:

The post অক্সিজেন সিলিন্ডার ছাড়াই কাঞ্চনজঙ্ঘা ছুঁয়ে নজির গড়তে প্রস্তুত এই ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার