shono
Advertisement

Breaking News

চিনের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিক নয়াদিল্লি, মোদির কাছে দাবি গেরুয়াপন্থীদের

মাসুদ আজহারকে আড়াল করার শাস্তি পাক চিন, চাইছে স্বদেশি জাগরণ মঞ্চ৷ The post চিনের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিক নয়াদিল্লি, মোদির কাছে দাবি গেরুয়াপন্থীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:14 PM Mar 15, 2019Updated: 01:14 PM Mar 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান হলে চিন নয় কেন? পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত৷ তাহলে জঙ্গি মাসুদ আজহারকে ক্রমাগত আড়াল করে যাওয়ার পরেও চিন রেহাই পাবে কেন? এক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করুক নয়াদিল্লি৷ শি জিনপিংয়ের দেশের থেকেও কেড়ে নেওয়া হোক ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা৷ সম্প্রতি এমনই দাবিতে সরব হয়েছে আরএসএস-এর শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ৷

Advertisement

[নজির গড়লেন আজিম প্রেমজি, সেবামূলক কাজে দান করলেন ৫২ হাজার কোটি টাকা ]

সূত্রের খবর, এই দাবি জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠিও লিখেছে সংগঠনের প্রতিনিধিরা৷ তাঁদের বক্তব্য, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় ক্রমাগত ভারতের বিরোধিতা করে চলেছে চিন৷ মাসুদ আজহারের মতো একজন সন্ত্রাসবাদী নেতাকে বাঁচিয়ে বারবার ভারতের ক্ষতি করছে বেজিং৷ সেক্ষেত্রে ভারতেরও উচিত চিনের সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করা৷ পাকিস্তানের মতোই চিনের উপর থেকেও ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা কেড়ে নেওয়া উচিত ভারতের৷ এবং ভারতে সমস্ত রকমের চিনা দ্রব্য নিষিদ্ধ করা উচিত৷ অথবা শুল্ক বাড়িয়ে দেওয়া দরকার’৷ চিঠিতে তাঁরা আরও লিখেছেন, ‘এখন সময় এসেছে কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক ভাবেও চিনকে উচিত শিক্ষা দেওয়ার৷ তাঁদের বুঝিয়ে দেওয়া দরকার, ওই সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে’৷

[ভেড়া বলে প্যাকেটে গরুর মাংস, ক্ষতিপূরণ চাইলেন প্রবাসী হিন্দু]

স্বদেশি জাগরণ মঞ্চের নেতা অশ্বিনী মহাজনের দাবি, শীঘ্রই চিনের বিরুদ্ধে কঠোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে৷ পাকিস্তানের মতো চিন থেকে আমদানিকৃত পণ্যের উপরও শুক্ল বাড়ান উচিত৷ তিনি জানান, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে লিপ্ত হয়ে আগে থেকেই অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে চিন৷ এখনই তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে৷ তাঁদের বুঝিয়ে দিতে হবে সন্ত্রাসবাদের সঙ্গ দিলে পরিণতি কী হতে পারে৷ স্বদেশি জাগরণ মঞ্চের তরফে জানানো হয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ‘হিন্দি-চিনি ভাই ভাই’ বললেও, সেকথার মর্যাদা রাখেনি বেজিং৷ ভারতের সঙ্গে ক্রমাগত বিশ্বাসঘাতকতা করে চলেছে চিন৷ ফলে পাকিস্তানের মতো এবার চিনের বিরুদ্ধেও ভারতের সরব হওয়া প্রয়োজন বলে সংগঠনের দাবি৷

The post চিনের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিক নয়াদিল্লি, মোদির কাছে দাবি গেরুয়াপন্থীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement