shono
Advertisement
Theft

গুরুদেবের বাড়িতে আশ্রয় নিয়ে চুরি! বৃদ্ধ দম্পতিকে অচৈতন্য করে জিনিসপত্র হাতাল 'শিষ্যা'

অচৈতন্য হওয়ার পর অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকঘণ্টা পরও তাঁদের জ্ঞান ফেরেনি বলে খবর। শিষ্যার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 06:08 PM May 25, 2024Updated: 06:08 PM May 25, 2024

অভিষেক চৌধুরী, কালনা: গুরুদেব এবং গুরুমা-কে ওষুধ দিয়ে অচৈতন্য করার পর চুরি করে চম্পট শিষ্যার! শনিবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বড়গাছি এলাকায়। অচৈতন্য হওয়ার পর অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বস্থলী থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে পরিবারের তরফে। শিষ্যার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

অচৈতন্য হওয়ার পর গুরুতর অসুস্থ বৃদ্ধ ভর্তি কালনা হাসপাতালে। নিজস্ব চিত্র।

শনিবার পূর্বস্থলীর (Purbasthali) বড়গাছি এলাকার বাসিন্দা মিলন দেবনাথ জানান, সুভাষ দেবনাথ ও মায়ারানি দেবনাথের বাড়িতে আসেন সুভাষবাবুর পূর্ব পরিচিত এক শিষ্যা। সারাদিন তাঁদের বাড়িতে ছিলেন, খাওয়াদাওয়াও করেন। শনিবার তাঁর বাবা-মাকে নিয়ে মালদহ (Malda)যাওয়ার কথা ছিল ওই শিষ্য। কিন্তু শনিবার ভোর তিনটে বেজে গেলেও তাঁর বাবা-মা উঠছে না দেখে মেজো ভাই তাঁদের ডাকতে গিয়ে দেখেন, বৃদ্ধ মা-বাবা অচৈতন্য (Senseless)অবস্থায় পড়ে রয়েছেন। বাবার মোবাইল নেই, আলমারির লকারও খোলা। তাতেই মোটের উপর বিষয়টি বুঝতে পারেন তাঁরা। মিলনবাবুও মা-বাবার ঘরে যান।

[আরও পড়ুন:গড়বেতায় মাথা ফাটল জওয়ানের, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থীর, আক্রান্ত সংবাদমাধ্যমও

বাড়ি থেকে কিছুটা দূরেই মিলনবাবুর দোকান। তাঁর দোকানের একটি সিসিটিভি (CCTV)ক্যামেরায় দেখেন, শুক্রবার রাত আড়াইটে নাগাদ ওই শিষ্যাকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে কী কী জিনিস চুরি করে তিনি চম্পট দিয়েছেন, তা এখনও স্পষ্ট বলে জানান মিলনবাবু। পুরো বিষয়টি নিয়ে পূর্বস্থলী থানার দ্বারস্থ হয়েছে সুভাষ দেবনাথের পরিবার। জানা যাচ্ছে, বৃদ্ধ সুভাষবাবু ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে কালনা হাসপাতালে ভর্তি। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও জ্ঞান ফেরেনি তাঁদের। এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শিষ্যাকে বাড়িতে আশ্রয় দিয়ে এভাবে ঠকতে হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ।

[আরও পড়ুন: নীল সমুদ্র সাক্ষী, কিয়ানের বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বান্ধবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিষ্যা সেজে গুরুর বাড়িতে আশ্রয় নিয়ে চম্পট!
  • বৃদ্ধ দম্পতিকে অচৈতন্য করে আলমারি খুলে লুটের অভিযোগ।
  • সিসিটিভি দেখে 'শিষ্যা'কে খোঁজা হচ্ছে, জানিয়েছে পূর্বস্থলী থানার পুলিশ।
Advertisement