শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পরকীয়ায় (Extra Marital Affair) জড়িয়েছেন দু’সন্তানের মা। তাই বছরদুয়েক আগেই সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। বলা ভাল এলাকা ছেড়েও। তবে দিনকয়েক আগে ফিরেছিলেন গ্রামে। আর তারপরই ঘটল বিপত্তি। মহিলার উপরে চড়াও হন ওই মহিলা স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরানোও হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের প্রতাপপুরের মধ্যযুগীয় বর্বরতার ভিডিও।
বছর ষোলো আগে ওই মহিলার সঙ্গে ঘাটালের (Ghatal) প্রতাপপুরের বাসিন্দা সন্তোষ কর নামে এক ব্যক্তির বিয়ে হয়। তিনি পেশায় টোটোচালক। দু’টি সন্তানও রয়েছে তাঁদের। এক ছেলে আগামী বছর মাধ্যমিক দেবে। ইতিমধ্যেই এলাকারই যুবক পাঁচুগোপাল আদকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। স্ত্রীর পরকীয়ার কথা জেনে ফেলেন সন্তোষ। আপত্তি করতে থাকেন তিনি। হাজার বাধা সত্ত্বেও সম্পর্ক ছেড়ে বেরতে রাজি হননি মহিলা। পরিবর্তে বছরদুয়েক আগে ওই মহিলা স্বামী, সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। মাঝে স্বামী, সন্তানের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি।
[আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, এবার তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত ভাটপাড়া পুরসভার]
দিনদুয়েক আগে প্রতাপপুরে পাঁচুগোপালের সঙ্গে ফিরে আসেন ওই মহিলা। পাঁচুগোপালের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি। সে খবর সন্তোষের কানে যেতে বেশি সময় লাগেনি। অভিযোগ, খবর পাওয়ামাত্রই রবিবার সকালে সন্তোষ এবং তাঁর পরিবারের লোকজনেরা পাঁচুগোপালের বাড়িতে চড়াও হয়। পাঁচুগোপাল ও ওই মহিলাকে প্রথমে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারাও সন্তোষকে সমর্থন করে। বসে সালিশি সভা। সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই মহিলাকে গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকা ঘোরানো হয়। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল। এই ঘটনার খবর পাওয়ামাত্রই ঘাটাল থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। এ প্রসঙ্গে ওসি দেবাংশু ভৌমিক জানান, ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে আটকও করা হয়েছে।