shono
Advertisement

তীব্র গরমে ফুটপাথে শোয়াই কাল হল! টেম্পোর চাকায় পিষে মৃত ঝুপড়িবাসী মা ও শিশু

পুলিশ গ্রেপ্তার করেছে ঘাতক গাড়ির চালককে।
Posted: 05:34 PM Sep 16, 2023Updated: 05:37 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা দিল্লিতে (Delhi)। টেম্পোর চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ঝুপড়িবাসী এক মহিলা এবং তাঁর শিশুকন্যার। আহত আরও তিন জন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। তীব্র গরমে ঝুপড়ি ছেড়ে রাস্তার পাশে ফুটপাথে শুয়েছিলেন মৃত ও আহতরা। শুক্রবার ভোরে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত ফুটপাথবাসীদের উপরে উঠে পড়ে। এর ফলেই মৃত্যু হয়েছে দুজনের। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মঞ্জু কা টিলা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জ্যোতি (৩২) এবং তাঁর শিশুকন্যার। আহত হয়েছেন সুভাষ (৩০), ছয় বছর এবং সতেরো বছর বয়সি দুই নাবালক। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারায় টেম্পোটি। এর ফলেই ফুটপাথে ঘুমন্তদের উপরে উঠে যায় গাড়ির চাকা।

[আরও পড়ুন: ‘সনাতন ধর্ম’ বিতর্কের জের! বাতিল হয়ে গেল ইন্ডিয়া শিবিরের প্রথম জনসভা]

ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর) সাগর সিং কালসি জানিয়েছেন, ঘটনার পরেই ঘাতক টেম্পোর চালক দীনেশ রাইকে ধরে ফেলে স্থানীয়রা। তাঁকে ব্যাপক মারধর করা হয়। পরে পুলিশ গ্রেপ্তার করেছে দীনেশকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে রাজধানীর পুলিশ।

[আরও পড়ুন: ‘বাকস্বাধীনতার নামে ঘৃণাভাষণ নয়’, ‘সনাতন’ বিতর্কে মন্তব্য মাদ্রাজ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement