shono
Advertisement

সিবিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আরও ১, তদন্তের জাল গোটাল পুলিশ

সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ৷ The post সিবিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আরও ১, তদন্তের জাল গোটাল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Apr 12, 2018Updated: 06:34 PM Apr 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিএসসি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত পুরোপুরি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ৷ আজ, বৃহস্পতিবার প্রশ্ন ফাঁস কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করার পর পুলিশের তরফে মামলা গুটিয়ে নেওয়ার ঘোষণা করেন দিল্লির ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাম গোপাল নায়েক৷

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে৷ শুরু হয় জেরা৷ ধৃতদের দফায় দফায় জেরা করে তদন্তের গতি বাড়াতে শুরু করে পুলিশ৷ পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে সিবিআই৷ পুলিশ ও সিবিআইয়ের যৌথ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া৷ এই ঘটনায় দুই শিক্ষককেও গ্রেপ্তার করে পুলিশ৷

[  আসিফার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবিতে সরব গোটা দেশ, পাশে কেন্দ্রও ]

প্রশ্ন ফাঁসের তদন্তে নেমে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ পুলিশ আধিকারিক রাম গোপাল নায়েক বলেন, ‘‘আমরা হোয়াটঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছিলাম৷ আমরা তদন্ত করে দেখছি কে বা কারা এই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস করার পেছনে রয়েছে৷ হোয়াটস অ্যাপ মেসেজ যেহেতু এনক্রিপটেড তাই তদন্ত করতে গিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল৷ তাও মিটিয়ে ফেলা হয়েছে৷ ধৃতদের জেরা করে আমরা এই মামলা গুটিয়ে আনতে পেরেছি৷’’

সিবিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী৷ প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও পড়ুয়াদের একাংশ৷ মন্ত্রীর বাড়ির সামনে জারি করতে হয় ১৪৪ ধারা৷ সিবিএসসি দপ্তরের সামনেও বিক্ষোভ দেখানো হয়৷ প্রশ্নফাঁসের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে কেন্দ্র৷ প্রায় এক ডজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা৷ পরে আরও ২৫ জনকে আটক করে জেরা করে মেলে সমাধান৷

 কাবেরী জলবন্টনের সমস্যা মেটান, ভিডিও বার্তায় মোদির কাছে আরজি কমলের ]

The post সিবিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার আরও ১, তদন্তের জাল গোটাল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement