shono
Advertisement

Breaking News

পরকীয়ায় আর আগ্রহ নেই গৃহবধূর, অন্তরঙ্গ ছবি ভাইরালের হুমকি যুবকের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ The post পরকীয়ায় আর আগ্রহ নেই গৃহবধূর, অন্তরঙ্গ ছবি ভাইরালের হুমকি যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Nov 27, 2018Updated: 02:52 PM Nov 27, 2018

কলহার মুখোপাধ্যায়: কলকাতায় স্বামীর সঙ্গে থাকেন৷ কিন্তু ভিনরাজ্যের এক যুবকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল৷ পরকীয়ায় ইতি টানতে গিয়ে বিপদে পড়েছেন এক গৃহবধূ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক টাকা চাইছে বলে অভিযোগ৷ বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন ওই মহিলা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

[দুটি বাসের রেষারেষিতে শহরে দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা বাইক চালকের]

ভিআইপি রোডের কৈখালিতে থাকেন ওই গৃহবধূ৷ ফোনে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমার নামে যুবকের৷ ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা সে৷ ক্রমে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে৷ ফেসবুক ও ম্যাসেঞ্জারে নিয়ম চলত চ্যাট৷ কৈখালির ওই গৃহবধূর দাবি, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছে অমিত৷ এখন আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অমিত, টাকা চাইছে সে৷ শেষপর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷

ধৃত যুবক

সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷ তদন্তকারীরা জানিয়েছেন, পড়শি রাজ্যের ওই যুবক উচ্চশিক্ষিত৷ বিটেক পাশ করেছে সে৷ টাকা আদায়ের জন্য কৈখালির ওই গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলেছিল অমিত৷ ঘনিষ্ঠতা এতটাই ছিল যে, গোপনে প্রেমিকের সঙ্গে দেখাও করতেন ওই গৃহবধূ৷ সেই সময়ে ছবিগুলি তুলেছে অভিযুক্ত৷

[ খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা]

The post পরকীয়ায় আর আগ্রহ নেই গৃহবধূর, অন্তরঙ্গ ছবি ভাইরালের হুমকি যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement