shono
Advertisement

আইভিএফ নয়, ওষুধ খেয়েও কাটতে পারে বন্ধ্যাত্ব

তবে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। The post আইভিএফ নয়, ওষুধ খেয়েও কাটতে পারে বন্ধ্যাত্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 PM Aug 27, 2019Updated: 08:24 PM Aug 27, 2019

বন্ধ্যাত্বের সমস্যা? হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া কোনও সমাধান নয়। ওষুধ খেয়ে বন্ধ্যাত্ব কাটিয়ে ওঠার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট গাইনকোলজিস্ট ডা. পল্লব গঙ্গোপাধ্যায়।

Advertisement

টানা দু’বছরের চেষ্টা! ব্যর্থতা, হতাশা নিত্য সঙ্গী। ক্রমে মানসিক চাপ আর মা হতে না পারার বেদনায় হাল ছেড়ে জীবনযাপনই অধিকাংশ মধ্য-নিম্নবিত্ত পরিবারের মহিলার পরিণতি। বর্তমানে আইভিএফ মাতৃত্বের স্বাদ ফেরানোর নতুন দিশা। পুরুষদের সমস্যাতেই এই পদ্ধতিতে সমাধান সম্ভব। তবুও জটিল কিংবা ঝনঝাট ভেবে এই দুর্বলতার সঙ্গে আপস করে নেয় অনেকেই।

টেস্ট টিউব বেবি নয়!

একজন মা হতে পারছেন না। তার পিছনে একাধিক কারণ হতে পারে। তবে অবশ্যই টানা দু’বছর চেষ্টা করার পর ব্যর্থ হলে সেক্ষেত্রে বন্ধ্যাত্ব বলা যেতে পারে। তবে তার একমাত্র সমাধান টেস্ট টিউবের দ্বারা সন্তানধারণ তা কিন্তু একেবারেই নয়। চিকিৎসকের কথায়, এমন সমস্যায় মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে সন্তান ধারনের জন্য আইভিএফ (টেস্ট টিউব বেবি) করার প্রয়োজন হতে পারে। বাকিক্ষেত্রে আইভিএফ ছাড়াই সন্তান ধারণ সম্ভব।

বন্ধ্যাত্বের সমস্যাগুলি

ডিম্বাণু তৈরি বা অভ্যুলেশনে বাধা

এক্ষেত্রে স্বাভাবিকভাবে মহিলাদের অভ্যুলেশন বা ডিম্বস্ফোটন ঠিক মতো হয় না। ফলে স্বাভাবিক নিয়মে গর্ভধারণে সমস্যা দেখা দেয়। এতে ডিম্বাণু ঠিকমতো উৎপাদন হয় না অথবা হলেও তার মান অত্যন্ত খারাপ হয়। ফলে সন্তানধারণ করতে পারেন না। বন্ধ্যাত্বের ক্ষেত্রে মহিলাদের অধিকাংশক্ষেত্রে এই সমস্যাটাই বেশি। 

[ আরও পড়ুন: রক্ত পরীক্ষার ফলাফল বলে দেবে আপনার মৃত্যুর সময়! ]

ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ

অনেক মহিলার আবার ফ্যালোপিয়ান টিউবগুলি বন্ধ থাকে। ফলে শুক্রাণু এই টিউবের মাধ্যমে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না।

ইউটেরাসের স্বাস্থ্য খারাপ বা ইম্প্যান্টেশনে অসুবিধা

এক্ষেত্রে ডিম্বাণু ও শুক্রাণু একস্থানে পৌঁছলে বা জাইগোট তৈরি হলে তা ইউটেরাসের ঝিল্লিতে ঠিকমতো লেগে থাকতে পারে না। ফলে প্রেগন্যান্সিতে বাধার সৃষ্টি হয়।

এন্ডোমেট্রিওসিস

ইউটেরাসের ভিতরের লাইনিংকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। কোনও কারণে ওভারির মধ্যে বা ফেলোপিয়ান টিউবের মধ্যে এই এন্ডোমেট্রিয়াম গ্রো করলে তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এই সমস্যা থাকলেও সন্তানধারণে সমস্যা দেখা দেয়।

শুক্রাণুর সমস্যা

এক্ষেত্রে পুরুষের শুক্রাণুর মান খারাপের ফলে সঙ্গিনী মা হতে পারেন না।

[ আরও পড়ুন: কণ্ঠস্বর হারিয়েছেন? দ্রুত তা ফিরে পেতে মেনে চলুন এই নিয়মগুলি ]

আইভিএফ ছাড়াও ওষুধে সমাধান!

মহিলাদের ডিম্বাণুর মান খারাপের পিছনে দায়ী বর্তমান জীবনযাপন। বেশি বয়সে সন্তানধারণের প্রচেষ্টা, পাশাপাশি খাদ্যাভ্যাসে নানা পরিবর্তন এমন সমস্যার অন্যতম কারণ। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, থাইরয়েড, ডায়াবেটিস কিংবা মানসিক চাপের দরুন এমন সমস্যা বাড়ছে।

এক্ষেত্রে প্রাথমিক সমাধান এক্সারসাইজ, ওজন নিয়ন্ত্রণ ও খাদ্যতালিকা থেকে ফ্যাট জাতীয় খাবার বাদ দেওয়া। মানসিক চাপ কমাতে হবে। এছাড়া যে রোগগুলি রয়েছে সর্বপ্রথম সেই রোগ ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।

এছাড়া অভ্যুলেশন ঠিকমতো হওয়ার জন্য ক্লমিফিন বা লেট্রোজোল জাতীয় ওষুধ দিয়ে রোগীর চিকিৎসা করা হয়। যা শরীরের এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়। ফলে ডিম্বাণু তৈরি বা অভ্যুলেশন ভাল হয়। যাঁদের ওষুধ খেয়ে কাজ হয় না তাঁদের জন্য এফএসএইচ হরমোন ইনজেকশন একদিন অন্তর দেওয়া হয়। যা ডিম্বাণু তৈরি করতে সাহায্য করে। তারপর এইচসিজি (হিউম্যান ক্রনিক গোনাডোট্রফি) হরমোন  ইনজেকশন দিয়ে অভ্যুলেশন ঘটানো সম্ভব।

প্রয়োজনে অপারেশন

ইউটেরাস ইমপ্ল্যান্টেশনের সমস্যার কারণ অ্যাডিনোমাইসিস, ইউটেরাসে পলিপ বা ইউটেরাসের ভিতরে ইন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে কোনও ফাইব্রয়েডের উৎপত্তি। অনেকের ক্ষেত্রে সাইনেকিয়া অসুখ থাকলে বা ইউটেরাসের অভ্যন্তরীণ দেওয়াল পরস্পরের সঙ্গে সেঁটে গেলে এক্ষেত্রে ওষুধ দিয়ে কিংবা অপারেশন করে সমাধান করা সম্ভব। পলিপ, ফাইব্রয়েড থাকলে প্রয়োজনে তা কেটে বাদ দিয়ে তারপর তিন-চার মাস ওষুধ দিয়ে চিকিৎসা করে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব। এন্ডোমেট্রিওসিস থাকলে কারও ওষুধ, কারও অপারেশন দরকার। কখনও আবার আইভিএফও করার প্রয়োজন হয়।

ফ্যালোপিয়ান টিউব দু’টিই বন্ধ

থাকলে বা ড্যামেজ হলে তা ল্যাপারোস্কপি করে বোঝা সম্ভব। এক্ষেত্রে আইভিএফই একমাত্র সমাধান। এই ওষুখের মূল কারণ সেক্সুয়ালি ট্রান্সমিটেট ডিজিজ। পুরুষ বন্ধ্যাত্বে বা শুক্রাণুর সমস্যায় আইভিএফই সমাধান।

পরামর্শে: ৯৮৩০৯৩১৯৮৩

The post আইভিএফ নয়, ওষুধ খেয়েও কাটতে পারে বন্ধ্যাত্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার