সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের (Congress) মহিলা বিধায়কের উপর ছুরি হাতে আক্রমণ চালাল এক যুবক। ছত্তিশগড়ে (Chattisgarh) একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চে উঠে পড়ে মদ্যপ যুবক। ছুরি দিয়ে বিধায়ককে আক্রমণ করতে শুরু করে। তবে মঞ্চে থাকা অন্যদের তৎপরতায় কংগ্রেস বিধায়ককে সরিয়ে নেওয়া হয়। ধরে ফেলা হয় অভিযুক্তকেও। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি বলে, যে রাজ্যের শাসক দলের বিধায়কই সুরক্ষিত নন সেখানে সাধারণ মানুষের কী অবস্থা?
ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। পুলিশ সূত্রে খবর, জোধরা গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেসের বিধায়ক চন্নী চান্দু সাহু। ছত্তিশগড়ের খুজ্জি কেন্দ্রের বিধায়ক তিনি। অন্যান্যদের সঙ্গে তিনিও মঞ্চে ছিলেন। সেই সময়েই মদ্যপ অবস্থায় ছুরি হাতে মঞ্চে উঠে আসে এক যুবক। কংগ্রেস বিধায়কের দিকে এগিয়ে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করে সে।
[আরও পড়ুন: ‘তামিলনাড়ুর লজ্জা! লোকসভার আগে পা চাটছেন?’, যোগীর পা ছুঁয়েই কেলেঙ্কারি, রোষানলে রজনীকান্ত]
তবে মারাত্মক বিপদ এড়ানো গিয়েছে বলেই জানিয়েছে পুলিশ। এক আধিকারিক বলেন, “কবজিতে খানিকটা চোট পেয়েছেন বিধায়ক। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল।” সেখান থেকেই অবশ্য বিধায়ক বাড়ি ফিরে গিয়েছেন। সেই সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্ত খিলেশ্বরকে। কেন বিধায়কের উপর হামলা, সেই কারণ অবশ্য এখনও জানা যায়নি। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত চালাচ্ছে ছত্তিশগড় পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি (BJP)। ঘটনার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি জারি করে গেরুয়া শিবিরের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। শাসক দলের বিধায়কই এখানে নিরাপদ নন। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কেমন অবস্থা? এটা আসলে ভূপেশ বাঘেল সরকারের ব্যর্থতা। তবে গোটা ঘটনায় কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।