shono
Advertisement

ব্যাঙ্ক বন্ধ, টাকার শোকে প্রাণ গেল বৃদ্ধার

ষাটোর্ধ্ব মহিলা জানতেন না, ব্যাঙ্ক একদিনের জন্য বন্ধ৷ The post ব্যাঙ্ক বন্ধ, টাকার শোকে প্রাণ গেল বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:16 PM Nov 09, 2016Updated: 02:46 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পক্ষে, কেউ বিপক্ষে৷ মার্কিন মুলুকের মসনদে বসে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু ভারতবাসীর তা নিয়ে মাথাব্যাথা বেশ কম৷ দেশের এখন চিন্তা ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণার পর থেকেই উত্তাল কাশ্মীর থেকে কন্যাকুমারী৷

Advertisement

ভুল তথ্যের অভাবে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ৷ এদেরই একজন উত্তরপ্রদেশের কুশিনগর জেলার কপ্তানগঞ্জ এলাকার তীর্থরাজ দেবী৷ ষাটোর্ধ্ব মহিলা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা শুনেছিলেন৷ ব্যাঙ্কে গিয়ে তা জমা দেওয়ার কথাও জানতেন৷ কিন্তু জানতেন না ৯ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এই কারণেই নিজের গচ্ছিত সম্পত্তি ব্যাঙ্কে জমা দেবেন বলে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করছিলেন তীর্থরাজ দেবী৷ কিন্তু সকালে গিয়ে তিনি দেখতে পান ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে৷ এরপর বুকে ব্যাথার অভিযোগ জানান৷ প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়৷

হৃদরোগেই তীর্থরাজ দেবীর মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয় পুলিশের৷ উত্তরপ্রদেশের এই মহিলার মতো অনেকেই নোট বাতিলের নিয়ম সম্পর্কে অনেক তথ্য জানেন না৷ এর ফলে তাড়াহুড়ো করে টাকা তুলতে বা জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন সকলে৷

(বাড়িতে রাখা ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে কী করবেন?)

The post ব্যাঙ্ক বন্ধ, টাকার শোকে প্রাণ গেল বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement