অর্ণব আইচ: বিড়ালপ্রেম থেকে ভয়ংকর ঘটনা টালিগঞ্জে (Tollyganj)। কার্নিশে ওঠা পোষ্য বিড়ালকে (Pet Cat) ধরতে গিয়ে আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু (Death) হল মহিলার! সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী ৭০, লেক অ্যাভিনিউ এলাকার। মৃতের নাম অঞ্জনা দাস। বয়স ৩৫ বছর। দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে এমন আকস্মিক ঘটনায় স্তব্ধ আশেপাশের মানুষজন।
জানা গিয়েছে, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছিল। স্বামী থাকেন বিদেশে। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন অঞ্জনাদেবী। সোমবার সকালে সেই বিড়াল খেলতে খেলতে সোজা ছাদে উঠে যায়। তার পিছন পিছন যাচ্ছিলেন অঞ্জনাদেবী। বিড়ালটি খেলতে খেলতেই ছাদ থেকে কার্নিশে নেমে পড়ে। অঞ্জনাদেবীও কার্নিশে নামতে গিয়ে পা পিছলে সোজা নিচে পড়ে যান।
[আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ধ্রুব সাহার বিরুদ্ধে ‘চোর’ পোস্টার]
সঙ্গে সঙ্গে অঞ্জনাকে উদ্ধার করে এমআর বাঙুর (MR Bangur Hospital) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে তাঁর। প্রতিবেশীরা জানাচ্ছেন, কয়েকটি পোষ্য ছিল অঞ্জনা দাসের। তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। পোষ্যদের যত্নআত্তি করেই সময় কাটত তাঁর। যে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হল, সেই বিড়ালটিকে আনা হয়েছিল মাত্র দেড় মাস আগে। তার প্রতি অঞ্জনার দুর্বলতাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।