shono
Advertisement

Breaking News

প্রথম স্ত্রীর ইনস্টাগ্রাম রিলস দেখার ‘শাস্তি’! স্বামীর যৌনাঙ্গে ব্লেড চালালেন দ্বিতীয় স্ত্রী

রিলসের দেখার করুণ পরিণতি!
Posted: 06:23 PM Jul 23, 2023Updated: 06:23 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রাম রিলস। রাতারাতি যে কোনও অচেনা মানুষকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে পারে। আজ যে অচেনা, কাল সে-ই হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া সেনসেশন। কিন্তু এই রিলসের জন্য আবার কিছু মানুষের জীবন নরকে পরিণত হতে পারে নিমেষে। ঠিক যেমনটা হল অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার এক ব্যক্তির। রক্তাক্ত হল তাঁর যৌনাঙ্গ!

Advertisement

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, কোটা আনন্দবাবু নামে মুপাল্লা গ্রামের এক বাসিন্দার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। বছর পাঁচেক আগে ভারাম্মার সঙ্গে আবার সাত পাকে বাঁধা পড়েন তিনি। গত পাঁচ ধরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নন্দীগামার আয়াপ্পা নগরে সংসার পেতেছেন তিনি। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু অশান্তি বাঁধল স্বামী ইনস্টাগ্রাম রিলসে চোখ রাখতেই। গত শুক্রবার তাঁর স্ত্রী দেখতে পান, আনন্দবাবু নিজের প্রথম স্ত্রীর রিলস দেখছেন নিজের মোবাইল ফোনে। আর এই দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ভারাম্মা।

[আরও পড়ুন: ‘বাংলার হিংসা দিয়ে মণিপুরকে আড়াল করা যাবে না’, মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ চিদম্বরমের]

সঙ্গে সঙ্গে স্বামীকে জিজ্ঞেস করতে শুরু করেন কেন তিনি প্রথম স্ত্রীর তৈরি করা রিলস দেখছেন? তাহলে কি তাঁদের মধ্যে আবারও কোনও সম্পর্ক তৈরি হচ্ছে? তিনি কি প্রথম স্ত্রীর সঙ্গে আবার যোগাযোগ রাখতেও শুরু করেছেন? এমন নানা প্রশ্ন, তর্ক-বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর

এরপরই মেজাজ হারিয়ে কাছে রাখা একটি ব্লেড দিয়ে আনন্দবাবুর যৌনাঙ্গে চালিয়ে দেন ভারাম্মা।
যন্ত্রণায় কাতরাতে থাকেন আনন্দবাবু। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া অবধি এই ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তবে এমন ঘটনা প্রকাশ্যে আসায় হতভম্ব প্রতিবেশীরা।

[আরও পড়ুন: কয়েক ঘণ্টার ফারাকে হৃদরোগে মৃত্যু স্বামী-স্ত্রীর, শোকে পাথর দম্পতির একমাত্র সন্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement