জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে চিড়। দূরত্ব বাড়াচ্ছিলেন প্রেমিক। মেনে নিতে পারেননি তরুণী। সামাজিক মাধ্যমে গলায় শাড়ি জড়ানো ছবি পোস্টও করেন তিনি। সেই ছবি বন্ধু-বান্ধবীদের চোখে পড়ে। ছবি দেখে তাঁরা তরুণীর বাড়িতে যান। উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। প্রেমিকের বিরুদ্ধে বনগাঁ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পরিবার।
মৃত তরুণীর নাম মৌসুমী সরকার (১৮)। তিনি বনগাঁ (Bongaon) থানার চাপাবেড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি। পরিবারের সঙ্গে চাপাবেড়ির পশ্চিমপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের দাবি, বছর তিনেক আগে সুমিত সূত্রধর নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মৌসুমী।
[আরও পড়ুন: ভিডিও পোস্ট করে নন্দীগ্রামে অবাধ ছাপ্পার অভিযোগ দেবাংশুর, টিকল না কমিশনে]
তাঁরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া-সহ বিভিন্ন মুহূর্তের ছবি সোশাল মিড়িয়ায় (Social media) ছবি পোস্টও করতেন। বেশকিছু দিন ধরে বিবাদ চলছিল তাঁদের। অভিযোগ, সুমিত মৌসুমীর মাকে ফোন করে তাঁদের সব ছবি মুছে ফেলতে বলেন। না মুছলে মৌসুমীর ক্ষতি করার হুমকিও দেন ওই তরুণ।
এই দোলাচলের মধ্যে শুক্রবার মৌসুমী 'আত্মঘাতী' হওয়ার আগে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে আত্মহত্যার ইঙ্গিত ছিল। তার পরই ঘর থেকে দেহ উদ্ধার হয় তাঁর। মৌসুমীর বাবা অভিযোগ জানিয়ে বলেন, "আমার মেয়ের সঙ্গে সুমিত সূত্রধরের ভালোবাসার সম্পর্ক ছিল। সুমিত ওর সঙ্গে প্রতারণা করেছে। মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।