shono
Advertisement

প্রকাশ্যে স্বামীর সামনে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদে ফাটল মাথা

মহিলা হেঁটে কিছুটা এগিয়ে যেতে তাঁর ওরনা ধরে টানাটানি করে দুষ্কৃতীরা। The post প্রকাশ্যে স্বামীর সামনে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদে ফাটল মাথা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:34 AM Dec 22, 2016Updated: 07:04 PM Dec 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে স্বামীর সামনেই গুন্ডাদের হাতে শ্লীলতাহানির শিকার হতে হল এক মহিলাকে। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেওয়া হল ওই মহিলার। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার একটি বাজারের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই দম্পত্তি বাজারের মধ্যে কোনও একটি ঠিকানা জিজ্ঞাসা করছিলেন। এরপরই যখন বাজার দিয়ে ওই মহিলা হেঁটে কিছুটা এগিয়ে গেলে তাঁর ওরনা ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে মহিলার মাথা ফাটিয়ে দেয় গুণ্ডারা। গুরুতর জখম হন ওই মহিলা। এই লজ্জাজনক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনিও দেখুন সেই ভয়ানক ভিডিও।

ভিডিও দেখে একজন হামলাকারীকে চিহ্নিত করা গেছে। যার নাম আনন্দ যাদব। দেখা গেছে, ওই ব্যক্তি মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্যও করছিলেন। ঘটনার বিষয়ে এই দম্পত্তি থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

The post প্রকাশ্যে স্বামীর সামনে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদে ফাটল মাথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement