সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের নারী নির্যাতন! দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে মহিলাকে ধর্ষণ করে, খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে পরিবার ও স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের মহিলা মথুরাপুরের পাঠুলিঘাটার বাসিন্দা। গৃহবধূর স্বামীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তুলে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করে। নির্যাতনের পর মহিলাকে খুনের চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তারপর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। তবে কোনও মতে প্রাণে বেঁচে যান নির্যাতিতা। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও আঘাত গুরুতর বলেই খবর।
উত্তেজনা এলাকায়। নিজস্ব চিত্র
অভিযুক্ত যুবককে আজ শুক্রবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, নির্যাতিতা মহিলার সঙ্গে অভিযুক্ত যুবকের গোপন সম্পর্ক ছিল। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।