shono
Advertisement

Breaking News

প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, চাঞ্চল্য রাজধানীতে

গ্রেপ্তার এক মহিলা৷ The post প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, চাঞ্চল্য রাজধানীতে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Jan 14, 2019Updated: 04:31 PM Jan 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলাকালীন ইন্ডিয়া গেটের সামনে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় রাজধানীতে৷ ধৃত মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

[কুম্ভমেলায় বিস্ফোরণ, ভস্মীভূত দিগম্বর আখড়া]

জানা গিয়েছে, ধৃত মহিলার নাম সুলতানা৷ সে হায়দরাবাদের নিজামাবাদের বাসিন্দা৷ দু’দিন আগে মুম্বইয়ে এক আত্মীয়ের বাড়ির যাবে বলে পরিজনদের সঙ্গে বেরিয়েছিল সে৷ কিন্তু মাঝ পথেই রাস্তা হারিয়ে ফেলে৷ চলে আসে রাজধানী নয়াদিল্লিতে৷ রবিবার সকালে ইন্ডিয়া গেটের কাছেই চলছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি৷ পুলিশ জানিয়েছে, ২৬ জানুয়ারির মেগা ইভেন্টকে কেন্দ্র করে ওই স্থানের নিরাপত্তা বেশ আঁটসাঁট করা হয়েছে৷ কিন্তু কোনও ভাবে নিরাপত্তা বলয় টপকে ওই মহিলা ইন্ডিয়া গেটের কাছে পৌঁছে যায় ও ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করে ওঠে৷ ইন্ডিয়া গেটকে লক্ষ্য করে জুতোও ছোঁড়ে ওই মহিলা এবং জোর করে যেতে চায় অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভের কাছে৷৷ স্বভাবতই এই ঘটনা সংবেদনশীল ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে৷

[পতনের মুখে কর্ণাটকের জোট সরকার! ‘নিখোঁজ’ ৫ বিধায়ক ]

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই মহিলা সেখানে প্রবেশ করতে পারলেন৷ কোথাও কোনও গলদ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ পাশাপাশি যোগাযোগ করা হয়েছে হায়দরাবাদ পুলিশের সঙ্গে৷ মহিলার আত্মীয় ও পরিজনদের খোঁজ শুরু করেছে দিল্লি পুলিশ৷ গ্রেপ্তারের পর ওই মহিলার মানসিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভরতি করা হয়৷ চিকিৎসকদের রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

The post প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, চাঞ্চল্য রাজধানীতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement