সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি-ট্রাম্প সাক্ষাতের পরই অবৈধ অভিবাসী ফেরানো নীতিতে বদল আমেরিকার! শিকলমুক্ত হলেন আমেরিকা থেকে ভারতে আসা অবৈধবাসীরা! এই ইস্যুতেই এবার মুখ খুলল বিদেশমন্ত্রক। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হল, শেষ দুই দফায় যে ২২৮ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে সেখানে মহিলা ও শিশুদের শিকলবন্দি করা হয়নি। যা কিছুটা স্বস্তির হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কী সরকার মেনে নিচ্ছে মহিলা ও শিশুরা রেহাই পেলেও, পুরুষরা রেহাই পাননি।

ক্ষমতায় আসার পরই আমেরিকায় অবৈধভাবে বসবাস করা বিদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতিতে গত ৫ ফেব্রুয়ারি শতাধিক ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়। যাঁদের হাতে-পায়ে ছিল মোটা লোহার বেড়ি। ওই অবস্থাতেই অমৃতসর বিমানবন্দরে নামানো হয় ভারতীয়দের। চরম অসম্মানের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। সংসদেও এই ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী শিবির। সরকারের তরফেও জানানো হয়, এই বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলা হবে। ভারতীয়দের সম্মানের সঙ্গে ফেরানো হয় তা নিশ্চিত করা হবে। এই ঘটনার পরপরই আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় উঠে আসে এই ইস্যুও।
মোদি-ট্রাম্প সাক্ষাতের পর আরও দুই দফায়, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২২৮ জন অবৈধবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। সে প্রসঙ্গেই শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, "ভারতীয়দের শিকল পরিয়ে ফেরানোর ঘটনায় আমরা মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম। আমাদের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যাঁদের ফেরানো হচ্ছে তাঁদের প্রতি মানবিক আচরণ করা হোক, এবং তাঁদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান দেওয়া হোক। আমরা যতদুর জানি, এরপর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যে দুটি মার্কিন বিমানে ভারতীয়দের ফেরানো হয়েছে, সেখানে মহিলা ও শিশুদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। কোনও শিকল পরানো হয়নি।"
শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বার্তা দিলেও বিতর্ক কিন্তু থামছে না। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শেষ দুই দফায় অবৈধবাসীদের ফেরানোর সময় মহিলা ও শিশুদের শিকলবন্দি না করা হলেও, রেহাই পাননি পুরুষরা। আমেরিকা থেকে শিকল পরিয়েই তাঁদের আনা হয় ভারতে। ফলে প্রশ্ন উঠছে, কেন্দ্রের এই দাবি কতদূর যুক্তিযুক্ত।