shono
Advertisement
Jagan Reddy

১৪ বছরের পুরনো মামলায় ৮০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! ইডির কোপে অন্ধ্রের জগন রেড্ডি

প্রভাব খাটিয়ে ৪০৭ হেক্টর জমিতে ডিসিবিএলকে মাইনিং-এর লিজ দেওয়ার অভিযোগ।
Published By: Amit Kumar DasPosted: 01:38 PM Apr 18, 2025Updated: 01:38 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপ মামলায় এবার এবার ইডির কোপে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। ১৪ বছরের পুরনো এক মামলায় রেড্ডির ২৭ কোটি টাকার শেয়ার, ডালমিয়া সিমেন্ট (ভারত) লিমিটেড (DBCL)-এর ৩৭৭.২ কোটি টাকার জমি অস্থায়ী ভাবে বাজেয়াপ্ত করেছে। যদিও ডালমিয়া সিমেন্ট সংস্থার দাবি, ৭৯৩.৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, ২০১১ সালে সিবিআই-এর মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইডির তরফে। অভিযোগ, ওই সময় ডালমিয়া সিমেন্ট ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডে নিয়োগ করে। এই সংস্থার সঙ্গে যুক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। রেড্ডির যে শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে কারমেল এশিয়া হোল্ডিংস লিমিটেড, সরস্বতী পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং হর্ষ ফার্ম। এই পদক্ষেপ প্রসঙ্গে ইডির তরফে জানানো হয়েছে, ডিবিসিএল সংস্থা রঘুরাম সিমেন্টস লিমিটেডে ৯৫ কোটি টাকার বিনিয়োগ করেছিল। এই প্রক্রিয়ায় সামিল ছিলেন খোদ জগনমোহন রেড্ডি। এর বিনিময়ে, জগন তাঁর বাবা তথা তৎকালীন মুখ্যমন্ত্রী রাজাশেখর রেড্ডির প্রভাব খাটিয়ে কডপা পেলায় ৪০৭ হেক্টর জমিতে ডিসিবিএলকে মাইনিং-এর লিজ দেয়।

ইডি ও সিবিআইয়ের দাবি অনুযায়ী, জগনমোহন রেড্ডি, প্রাক্তন সাংসদ বিজয়া সাই ও ডিসিবিএল-এর মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে রঘুরাম সিমেন্টের শেয়ার ফ্রান্সের এক সংস্থার কাছে বিক্রি করা হয় ১৩৫ কোটি টাকায়। এর মধ্যে ৫৫ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে জগনমোহনকে পাঠানো হয়েছিল ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে। দিল্লির আয়কর বিভাগ এই লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছে। এই মামলার তদন্তে আর্থিক তছরুপের অভিযোগে, গত ৩১ মার্চ ইডির তরফে নোটিস জারি করা হয়। ডিসিবিএল-এর কাছে এই নোটিস আসে গত ১৫ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্থিক তছরুপ মামলায় এবার এবার ইডির কোপে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
  • ১৪ বছরের পুরনো মামলায় রেড্ডির ২৭ কোটির শেয়ার, DBCL-এর ৩৭৭.২ কোটি টাকার জমি বাজেয়াপ্ত।
  • যদিও ডালমিয়া সিমেন্ট সংস্থার দাবি, ৭৯৩.৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement