সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র ব্যাটারদের তালিকায় ২০ নম্বরে ভারতের রিচা ঘোষ (Richa Ghosh)। টি-টোয়েন্টি (ICC T-20 Women’s Batting) ফরম্যাটে মহিলা ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রথম কুড়ি জনের তালিকায় ঢুকে পড়েছেন শিলিগুড়ির রিচা। এটাই তাঁর সেরা কেরিয়ার র্যাঙ্কিং।
দক্ষিণ আফ্রিকায় চলছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন রিচা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ করেন তিনি। ভাল রানের সুবাদে রিচা ঢুকে পড়েন প্রথম কুড়িতে।
[আরও পড়ুন:এই ম্যাচটি খেলেই আইপিএলকে বিদায় জানাতে চলেছেন CSK অধিনায়ক ধোনি!]
সেরা ২০-র তালিকায় রয়েছেন পাঁচ ভারতীয়। স্মৃতি মন্ধানা রয়েছেন তিন নম্বরে, শেফালি ভার্মা দশে, জেমাইমা রডরিগেজ ১২ নম্বরে এবং হরমনপ্রীত কউর ১৩ নম্বরে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রা। দু’ নম্বরে বেথ মুনি। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং চার নম্বরে। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন পাঁচ নম্বরে। ছয়, সাত ও আট নম্বরে যথাক্রমে সুজি বেটস, অ্যাশলে গার্ডনার এবং অ্যাশলি হার্ডনার। ৯ নম্বরে শ্রীলঙ্কার চামারি আটাপাট্টু।