shono
Advertisement

যারা লুট করে তারা পালিয়েছে, আমি কোনওদিন দেশ ছাড়ব না: রবার্ট বঢরা

বঢরা ভারতরত্ন পাওয়ার যোগ্য বলল বিজেপি, কেন জানেন? The post যারা লুট করে তারা পালিয়েছে, আমি কোনওদিন দেশ ছাড়ব না: রবার্ট বঢরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Mar 07, 2019Updated: 03:56 PM Mar 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির লাগাতার জেরা। বিরোধীদের নিয়মিত আক্রমণ। এসবের মধ্যেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না রবার্ট বঢরা। তাঁর বক্তব্য, ‘আমি তো তবু দেশে আছি, অনেকে লুট করে নিয়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে তো কোনও ব্যবস্থায় নেওয়া হচ্ছে না।’ বিরোধীরা যতই আক্রমণ করুক দেশ ছাড়বেন না। এমনটাই প্রতিজ্ঞা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর। তিনি জানিয়ে দিয়েছেন, যতদিন না তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হচ্ছে ততদিন তিনি দেশ ছাড়বেন না বা সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন না। গান্ধী পরিবারের জামাতার এই মন্তব্যের পর তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত বলে কটাক্ষ বিজেপির।

Advertisement

[কংগ্রেসে যোগ দিচ্ছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল, লড়বেন লোকসভায়]

বিদেশে সম্পত্তি এবং একাধিক জমি কেলেঙ্কারির অভিযোগে নিয়মিত রবার্ট বঢরাকে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছুদিন ধরেই বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও তাঁর বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই প্রথমবার। তদন্ত প্রক্রিয়ায় প্রায় প্রতিদিনই তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এরই মধ্যে রবার্ট বঢরার এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তিনি বলছেন, “আমি তো দেশেই আছি। এই দেশে এমন অনেকে আছেন যারা দেশকে লুট করে পালিয়ে যান। তাদের বেলায় কি? আমি চিরদিন এই দেশেই থাকব। কখনও দেশ ছাড়ব না। যতদিন না এই অভিযোগ থেকে মুক্তি পাচ্ছি ততদিন দেশও ছাড়ব না, সক্রিয় রাজনীতিতেও যোগ দেব না। এটা আমার প্রতিজ্ঞা।”

[রাফালে চুক্তিতে বাইপাস সার্জারি করেছেন প্রধানমন্ত্রী, ফের তোপ রাহুলের]

সোনিয়া জামাতার এই মন্তব্যকে তীব্র কটাক্ষের সুরে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, আসলে ঘুরিয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন রবার্ট। আর এই সততার জন্য তাঁর ভারতরত্ন পাওয়া উচিত। বিজেপির তরফে একটি টুইটে বলা হয়েছে, “রবার্ট, আপনি সত্যিই সৎ। আপনি যে দেশকে লুট করেছেন তা স্বীকার করে নেওয়ার জন্য আপনার পারিবারিক কোটায় ভারতরত্ন পাওয়া উচিত।”

 

The post যারা লুট করে তারা পালিয়েছে, আমি কোনওদিন দেশ ছাড়ব না: রবার্ট বঢরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement