সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় ক্ষমতা দখলের পর থেকেই অশান্তি ছড়ানোয় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের৷ সে রাজ্যে ভেঙে দেওয়া হয়েছে লেনিন মূর্তি৷ অশান্তির আঁচ ছড়িয়েছে বাংলাতেও৷ লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে৷ অশান্তি রুখতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এবার আসরে নামলেন বিজেপি সেনাপতি অমিত শাহ৷ কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি৷
[ ত্রিপুরা কাণ্ডের জের, টালিগঞ্জে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ]
ত্রিপুরা থেকে তামিলনাড়ু- চলছে মূর্তি ভাঙার রাজনীতি৷ প্রতিবারই অভিযোগের আঙুল উঠেছে বিজেপি কর্মীদের দিকে৷ পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছেন, ইতিহাসকে মুছে দেওয়ার এই অপচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ একই সুর অমিত শাহের কথাতেও৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিজেপির চাণক্য জানিয়েছেন, ত্রিপুরা ও তামিলনাড়ুর পার্টি ইউনিটের সঙ্গে তিনি আলাদা করে কথা বলেছেন৷ কর্মীদের সতর্ক করা হয়েছে৷ সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, মূর্তি ভাঙার সঙ্গে কোনও বিজেপি কর্মী জড়িত থাকলে দলের তরফে কঠোর শাস্তির মুখে পড়তে হবে৷ দলের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, বিজেপি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে৷ তা কোনও সংকীর্ণতায় আবদ্ধ নয়৷ কর্মীরা যেন তা ভুলে না যান৷
[ রাজ্যে রাজ্যে মূর্তি ভাঙার হিড়িক, অরাজকতা রুখতে নির্দেশ কেন্দ্রের ]
এদিকে ত্রিপুরার অশান্তির আঁচ এসে পড়েছে বাংলাতেও৷ কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে৷ মুখে লেপন করা হয়েছে কালি৷ ইতিমধ্যেই পুলিশ উদ্যোগ নিয়ে মূর্তির মুখে কালি মুছেছে৷ পুরো ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ বঙ্গ বিজেপি৷ দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷
এদিকে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় কেওড়াতলা চত্বরে৷ বিজেপি সমর্থকরা পালটা মূর্তিতে মালা দিতে এলে, তৃণমূল সমর্থকরা তাদের বাধা দেয় বলে অভিযোগ৷ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তিনি জানান, বাংলার মাটিতে এ জিনিস বরদাস্ত করা হবে না৷ মুখ্যমন্ত্রী আগেই এ বার্তা দিয়েছেন৷ মানুষ যেন আরও সতর্ক থাকেন৷ কোথাও কোথাও সাম্প্রদায়িক অশান্তি বাধানোরও চেষ্টা হচ্ছে৷ কিন্তু যে কোনও মূল্যে তা রুখে দেওয়া হবে৷
The post মূর্তি ভাঙায় জড়িত থাকলে কঠোর শাস্তি, কর্মীদের হুঁশিয়ারি অমিতের appeared first on Sangbad Pratidin.