shono
Advertisement

Breaking News

স্টেশনের স্টলে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ রেলকর্মী, আটক ২

কী বলছে রেল?
Posted: 08:45 PM Jan 11, 2024Updated: 08:45 PM Jan 11, 2024

সুব্রত বিশ্বাস: মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ রেলকর্মী। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটার পরই কলকাতা স্টেশনের ভেন্ডিং স্টল বন্ধ করে দিল রেল পুলিশ। দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্টল থেকে উদ্ধার হয়েছে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়।

Advertisement

রেল পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ২ নম্বর প্ল‌্যাটফর্মের রেলের অনুমোদিত ভেন্ডিং স্টল এভার সাইন ক‌্যাটারার থেকে ঠান্ডা পানীয়ের বোতল কেনেন রেলের সাফাই কর্মী শুভঙ্কর নন্দী। চুমুক দিতেই ভিন্ন স্বাদ পান তিনি। এর পরই অসুস্থ হয়ে পড়েন।

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

রেল পুলিশে অভিযোগ জানানোর পর দেখা যায়, মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে স্টলটি বন্ধ করে দেয় রেল পুলিশ। দুই কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জানা গিয়েছে, স্টলের ভেন্ডার কোয়েম্বাটুরের বাসিন্দা। তাঁকে ডেকে পাঠিয়েছে রেল পুলিশ। স্টেশনের স্টলগুলি রেল পরিচালিত হলেও ঠিকমতো তদারকি হয় না বলে অভিযোগ। যাত্রীরা আরও অভিযোগ, স্টেশনের স্টলগুলির অধিকাংশতেই খাবারের মান খুব খারাপ। বিল দেওয়া হয় না। যা খুশি দাম নেওয়া হয়।

রেলের তরফে জানানো হয়েছে, বড় রেস্টুরেন্ট, ফুডপ্লাজা কর্পোরেট সংস্থা পরিচালিত হলেও ছোট স্টলগুলি রেলের অনুমোদিত। তা নিয়মিত দেখার জন‌্য কর্মী রয়েছেন। রিপোর্টও দেয়। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখে ব‌্যবস্থার পাশাপাশি প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement