সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (World Cup 2023) শুরুর আগেই ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বকাপ বোধনের আগের দিন ‘ক্যাপ্টেন্স ডে’-তে তারই প্রতিফলন দেখা গেল। বিশ্বকাপের বারুদে ঠাসা ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দিকে উড়ে এল প্রশ্ন। যার উত্তরে পাক অধিনায়ক বললেন, ”ভারতের বিরুদ্ধে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি আমরা। এটা অনেক বড় ম্যাচ। তবে ভারতের ম্যাচের আগে আমাদের আরও দুটো ম্যাচ রয়েছে।” বাবর বোঝাতে চাইলেন ভারত-পাক ম্যাচকে আগে থেকেই তিনি গুরুত্ব দিতে চান না। ওই ম্যাচ নিয়ে আগে থেকে ভাবতে বসলে বাকি ম্যাচগুলোতে প্রভাব পড়তে পারে।
ভারতে পা রাখা ইস্তক হায়দরাবাদে দারুণ জনসমর্থন পাচ্ছে পাকিস্তান। বাবরদের মনে হতেই পারে ঘরের সমর্থন পাচ্ছেন তাঁরা। এদিন বাবরকে বলেছেন, ”হায়দরাবাদে আসার পর থেকেই দারুণ আতিথেয়তা পাচ্ছি আমরা। পাকিস্তান থেকে সমর্থকরা আসতে পারলে আরও ভালো হয়। আশা রাখি একই ভাবে আমরা সমর্থন পাব।”
[আরও পড়ুন: World Cup 2023: বিরিয়ানি খেয়ে মন্থর হয়ে পড়েছে পাক দল, প্রস্তুতি ম্যাচে হারের পরে অজুহাত শাদাবের]
হায়দরাবাদে পাকিস্তানের মেনুতে রয়েছে সুস্বাদু সব খাবার। সঞ্চালক রবি শাস্ত্রী পাক অধিনায়ককে প্রশ্ন করেন, ”বিরিয়ানি কেমন লাগছে?” উত্তরে বাবর আজম বলেন, ”বিরিয়ানি দারুণ। হায়দরাবাদের বিরিয়ানি সম্পর্কে ভালোই শুনে এসেছি। এখানে এসে দেখলাম বিরিয়ানি সত্যিই ভালো।”
এ তো গেল খাবারের কথা। আতিথেয়তার কথা। পাক মুলুকে কিন্তু মইন খানের মতো অগ্রজরা সমালোচনা শুরু করে দিয়েছেন। মইনের অভিযোগ, রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগে পাক ক্রিকেটাররা নাকি কাঁপতে থাকেন। রোহিতদের জন্যও ভেসে আসছে সতর্কবার্তা। বলা হচ্ছে, শাহিন আফ্রিদির মতো বোলারকে সামলে খেলতে হবে। বাবর আজম বলছেন, ”আমাদের আসল শক্তি হল বোলিং।” বোলিংয়ের উপরেই নির্ভর করে রয়েছে পাকিস্তান। আর এই বোলিং যে কোনও ব্যাটিং অর্ডারের হৃদকম্প বাড়িয়ে দিতে পারে। এবারের বিশ্বকাপে শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের কাছ থেকে আগুনে বোলিং প্রত্যাশা করছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।