সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সংশয় এখনও কাটেনি। এরই মধ্যে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের ভেন্যু চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। সূত্রের খবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হবে এই মহারণ। ইডেন গার্ডেন্স দৌড়ে থাকলেও বিসিসিআই (BCCI) এবং আইসিসি (ICC) কর্তাদের ইচ্ছায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে ভারত-পাক ম্যাচের ভেন্যু হিসাবে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
একান্তই ভারতে বিশ্বকাপ খেলতে হলে আয়োজক শহরের মধ্যে কলকাতা এবং চেন্নাই- এই দুই শহর পছন্দের তালিকায় রয়েছে পাক ক্রিকেট টিমের। তাই অনেকে মনে করছিল ইডেনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। কিন্তু, বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হোক, এমনটাই চাইছে আইসিসি। ১,৩২,০০০ দর্শকাসনবিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-পাক ম্যাচ হলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, সেটাই মনে করছেন আইসিসি কর্তারা। তাছাড়া আহমেদাবাদে ম্যাচ হলে পাকিস্তান থেকে দর্শক আসাও সুবিধাজনক। বোর্ড সূত্রের খবর, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাক ম্যাচ করার সিদ্ধান্ত চূড়ান্ত। আইপিএলের (IPL 2023) পরই সরকারিভাবে সূচি ঘোষিত হবে। সেদিনই সবটা জানিয়ে দেওয়া হবে।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা প্রভাব ফেলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস?]
৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল-সহ মোট ৪৬টি ম্যাচ আয়োজিত হবে ভারতের ১২টি শহরের ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপে রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল ন’টি করে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। জানা গিয়েছে, কোনও ভেন্যুই ভারতের একাধিক ম্যাচ পাবে না। তবে ভারত যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে তাহলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারতের দুটি ম্যাচ হতে পারে। ইডেনেও (Eden Gardens ভারতের একটি ম্যাচ পড়বে। সেই সঙ্গে বিশ্বকাপের আরও পাঁচ-ছ’টি ম্যাচ পেতে পারে কলকাতা।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুরে বন্ধ রেল পরিষেবা, সাহায্যের আশ্বাস পড়শি মুখ্যমন্ত্রীদের, উদ্বিগ্ন মমতাও]
এদিকে বিসিসিআই চাইছে পাকিস্তানের অধিকাংশ ম্যাচ দক্ষিণ ভারতের দিকে চেন্নাই এবং বেঙ্গালুরুতে করতে। তবে পাক বোর্ডের পছন্দ ইডেনে। সেক্ষেত্রে ইডেনেও পাকিস্তানের খেলা পড়তে পারে। তাতে নিরাপত্তার দিকটা নিশ্চিত করা অনেকটা সহজ হবে। আবার বাংলাদেশের অধিকাংশ ম্যাচ হবে ইডেন এবং গুয়াহাটিতে। যাবে বাংলাদেশি দর্শকদের যাতায়াতে সুবিধা হয়।