সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-ইরান সংঘাতে এবার বিপাকে ভারতীয়রা। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার পর ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান। যার পর নতুন করে মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। এদিকে বন্ধু ইজরালেয়ের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। এর মধ্যেই শনিবার হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি জাহাজকে আটক করল ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জন ভারতীয়। যাঁরা বর্তমানে ইরানের বিশেষ বাহিনীর হাতে 'বন্দি'। শেষ খবরে জানা গিয়েছে, ইজরায়েলি জাহাজটিকে জলসীমায় নিয়ে যাচ্ছে তেহরানের বিশেষ বাহিনী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় উদ্বেগে ভারত সরকার। যদিও এখনও পর্যন্ত দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
জোডিয়াক গ্রুপের মালবাহী জাহাজটির নাম এমএসসি অ্যারিস। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের বিশেষ বাহিনী ভারতগামী তাদের জাহাজের দখল নিয়েছে। ১৭ ভারতীয়-সহ জাহাজের ২৫ জন নাবিককে আটক করা হয়েছে। এই ঘটনার উপর নজর রাখা হচ্ছে। পণ্যবাহী জাহাজটির সমস্ত কর্মীর নিরাপদ মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, জোডিয়াক গ্রুপ হল ইজরায়েলি ধনকুবের ইয়াল অফারের মালিকাধীন। মনে করা হচ্ছে, সেই কারণেই জাহাজটিকে আটকেছে ইরানের ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’।
[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]
শুরু থেকেই গাজায় ইজরায়েলের ধ্বংসাত্বক হামলাকে ভালো ভাবে নেয়নি ইরান। তেহরানের তরফে বারবার প্যালেস্তিনীয়দের উপর হামলার নিন্দা করা হয়। এর মধ্যে আগুনে ঘি পড়ে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ দেখছে তেহরান। তার পর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। তবে রমজান মাস থাকায় শত্রুপক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। কিন্তু এবার তারা নাকি মরিয়া হয়ে উঠেছে বদলা নিতে। এই প্রেক্ষিতে ইরানকে পালটা হুমকি দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, “ইজরায়েলে হামলা চালানোর ভুল করবেন না। আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ওদের সবরকম সাহায্য করব। ইরানের উদ্দেশ্য কোনওভাবে সফল হবে না।”
[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]
সূত্রের খবর, তড়িঘড়ি ইজরায়েলকে সাহায্য পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের হামলা থেকে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম-সহ মার্কিন নৌবহর পাড়ি দিয়েছে পূর্ব ভূমধ্যসাগরে। সেখানে আগেই মোতায়েন মার্কিন নৌবাহিনীকে সাহায্য করবে সেগুলি। এক মার্কন সেনা আধিকারিক জানিয়েছেন, ইরানকে শিক্ষা দিতে পাঠানো হয়েছে শত্রুপক্ষের নৌশক্তিতে চোখের নিমেষে ধ্বংসে সক্ষম দুটি রণতরী। একটি হল ইউএসএস কার্নি, যেটি সম্প্রতি লোহিত সাগরে হাউথি ড্রোন এবং অ্যান্টি-শিপ মিসাইলের বিরুদ্ধে কার্য সম্পাদন করেছিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে ধুন্ধুমার যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই ইরানে হাতে ইজরায়েলের জাহাজ। যার ফলে বিপাকে ১৭ ভারতীয়।