সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসে মাতলেন ধনকুবের এলন মাস্ক। সাজলেন সান্তা ক্লজ। আগামী বছরের শুরুতেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রশাসনের সদস্য হবেন মাস্ক। তার আগেই খোশমেজাজে উৎসবে মাতলেন তিনি। তবে বিতর্ক তৈরি হল ছবির ক্যাপশন নিয়ে।
মাস্কের ছবির ক্যাপশনে লেখা ছিল 'ওজেম্পিক সান্তা'। পরে তিনি নিজের সাজপোশাকের সঙ্গে এক হলিউড ছবির চরিত্রের তুলনাও করলেন। লিখলেন, 'কোকেন বিয়ারের মতোই। কিন্তু সান্টা ও ওজেম্পিক একসঙ্গে।' পরে তিনি লেখেন, 'সত্যি বলতে কী, মৌনজারো। তবে এই নামে সেই ঝটকা নেই।' বিষয়টা হল, মৌনজারো এবং ওজেম্পিক এই দুই ওষুধই ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু আমেরিকায় বহু মানুষ এই ওষুধ ওজন কমাতে ব্যবহার করেন। মাস্ক আসলে বলতে চেয়েছেন, মৌনজারোর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। এবং তা ওজেম্পিকের থেকে বেশি কার্যকরী। এমনটাই জানা যাচ্ছে, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। এর আগে ২০২২ সালে মাস্ক জানিয়েছিলেন, তিনি সুগার নিয়ন্ত্রণ করতে ওয়েগভি খান। এছাড়াও মাস্ক আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি এই ছবিটির সঙ্গে তাঁর ছোটবেলার সান্টা সাজার ছবিও শেয়ার করেছেন।
২০২৪ সালটা মাস্কের জন্য খুবই ভালো কেটেছে। কয়েকদিন আগেই জানা গিয়েছে, বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়ে নজির গড়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। নির্বাচনের আগে তাঁকে আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল, কমলা ক্ষমতায় এলে জেলে যেতে হবে। তবে কোন অভিযোগে জেলযাত্রা হবে সেটা অবশ্য বলেননি।
তাঁর প্রত্যাশাই পূর্ণ হয়েছে। আমেরিকায় শুরু হতে চলেছে ট্রাম্প ২.০ সরকারের আমল। আর সেই নতুন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ। বিপুল সম্পত্তির মালিক এলন মাস্ক এবার সান্টা সেজে নজরে এলেন।