shono
Advertisement
Donald Trump

ভেনেজুয়েলার তেল কিনলে চাপবে ২৫ শতাংশ শুল্ক, ঘুরিয়ে ভারতের উপর খাঁড়ার ঘা ট্রাম্পের!

গত বছর ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় অর্ধেক কিনেছিল ভারত।
Published By: Amit Kumar DasPosted: 12:47 PM Mar 25, 2025Updated: 12:47 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে চলা শুল্কযুদ্ধে এবার নয়া চাল ডোনাল্ড ট্রাম্পের। সোমবার বিবৃতি দিয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যে দেশ ভেনেজুয়েলা থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। আগামী ২ এপ্রিল থেকে চালু হবে এই নিয়ম। ভেনেজুয়েলার সঙ্গে যারাই বাণিজ্য করবে, তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে এলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। প্রসঙ্গত, ভেনেজুয়েলার থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কেনে ভারত ও চিন। ফলে এই সিদ্ধান্ত আসলে ঘুরিয়ে ভারতের উপর ট্রাম্পের খাঁড়ার ঘা বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর রোষানল থেকে রেহাই পায়নি, প্রতিবেশী মেক্সিকো, কানাডা, চিন এমনকী ভারতও। এরইমাঝে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকার শান্তিভঙ্গ করতে একদল ভেনেজুয়েলা ইচ্ছাকৃতভাবে একদল দুষ্কৃতী পাঠিয়েছে আমেরিকাতে। এই অভিযোগ নিয়ে ডামাডোলের মাঝেই সোমবার এই দেশের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর দ্বিতীয় শ্রেণির শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার উপর আগে থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাকেই এবার অস্ত্র করে তা ভারত ও চিনের মতো দেশগুলির উপর প্রয়োগ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

দেশে খনিজ তেলের চাহিদা মেটাতে বিরাট অঙ্কে তেল আমদানি করতে হয় ভারত সরকারকে। যদিও এক্ষেত্রে কোনও একটি দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না ভারত। চাহিদা মেটাতে খনিজ তেলের একটা বড় অংশ ভারত ভেনেজুয়েলা থেকে কেনে। গত বছর ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় অর্ধেক এসেছিল ভারতে। গত বছর এখান থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। অর্থাৎ মোট খনিজ তেল আমদানির ১.৫ শতাংশ। ফলে একটি দেশের উপর নির্ভরশীলতা কাটিয়ে বিকল্প দেশগুলি থেকে কেনায় ভারতের কাছে ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য সঙ্গী। সেখানেই এবার কোপ বসাতে চাইছে আমেরিকা। তেল কিনলেই এবার ভারতের উপর চাপবে আমেরিকার দ্বিতীয় শ্রেণির শুল্ক।

উল্লেখ্য, ট্রাম্পের নির্দেশিকার পর দ্বিতীয় শ্রেণির শুল্ক অনুযায়ী, ভারত যদি ভেনেজুয়েলার থেকে তেল কেনে তাহলে আমেরিকার সঙ্গে কোনও রকম বাণিজ্য করতে গেলে ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপাবে আমেরিকা। নিয়ম অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞার পর ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে গেলে হোয়াইট হাউসের অনুমোদনের প্রয়োজন হয়। ২০২৩ সালে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলে এই দেশ থেকে তেল কেনার অনুমোদন পায় ভারতের রিলায়েন্স গোষ্ঠী। ট্রাম্পের শাসনে এবার ভারত-ভেনেজুয়েলার বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজুড়ে চলা শুল্কযুদ্ধে এবার নয়া চাল ডোনাল্ড ট্রাম্পের।
  • ভেনেজুয়েলা থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা।
  • ভেনেজুয়েলার থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কেনে ভারত ও চিন।
Advertisement