সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির দেশে অশান্তির ইতিহাসই নিয়তি! কখনও মানুষের তৈরি পাপ বিশ্বযুদ্ধ, হিরোসিমা-নাগাসাকি, কখনও বা ভূমিকম্প, সুনামির মতো ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। বছরের শুরুতে ফের ভূমিকম্প তৎসহ সুনামিতে অসহায় কান্নার দেশে পরিণত জাপান (Japan)। ৭.৬ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ। স্থানীয় সময় বিকেল ৪টে থেকে সাড়ে ৫টার মধ্যে অন্তত ২০বার কম্পন অনুভূত হয়। এর পরেই দেশটির পশ্চিম উপকূলে নেমে আসে সুনামির বিপর্যয়। ১.২ মিটার ঢেউয়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে কেমন আছে দুর্যোগ বিধ্বস্ত এলাকার মানুষ?
নেটদুনিয়ায় জাপানের ভূমিকম্পের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিগর্ভে থরথর করে কাঁপছে মেট্রো রেল। ট্রেনের ভিতর থেকে রেকর্ড করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, প্লাটফর্মের একটি ‘টাইম বোর্ড’ কাঁপতে কাঁপতে আছড়ে পড়ল প্লাটফর্মে। বাড়ির, অফিসের যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে আতঙ্কে বুক কাঁপছে গোটা বিশ্বের। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতলগুলি। থমকে বুলেট ট্রেন। যদিও মৃত ও আহতের সংখ্যা এখনও অস্পষ্ট।
[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, শুরু সুনামিও]
ইশিকাওয়া প্রদেশের নোটো এলাকা কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। তার পরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে। ইতিমধ্যেই এক থেকে দেড় মিটার উঁচু ঢেউ দেখা গিয়েছে ইশিকাওয়ার সমুদ্র উপকূলে। সুনামি সতর্কতা জারি হয়েছে গোটা দেশেই। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। ৫ মিটার অবধি ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা।
[আরও পড়ুন: আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা-অভিষেকের]
একাধিক সংবাদমাধ্যম সূত্র জানা গিয়েছে, ইশিকাওয়া, কাগা-সহ একাধিক বড় শহরে রাস্তায় চওড়া ফাটল ধরেছে। বাড়িঘর ভেঙে পড়েছে ওয়াজিমাতেও। বহু এলাকা টেলি যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন। জানা গিয়েছে, সুনামি প্রভাবিত এলাকাগুলিতে বহুতল বাড়ি এবং স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। অনেকেই ধ্বংস্তূপের তলায় চাপা পড়েছেন বলে আশঙ্কা। জাপানে ভূমিকম্পের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াতেও। ইতিমধ্যে ছোট মাপের সুনামি আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূলে। সেখানেও বিপর্যয়ের খতিয়ান আঁধারে।