shono
Advertisement
Pahalgam Attack

পাকিস্তান পরেই পহেলগাঁও জঙ্গি হামলায় শোকপ্রকাশ চিনের, কী বার্তা বেজিংয়ের?

দুঃসময়ে ভারতের পাশে রাশিয়া-ইটালিও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:04 PM Apr 23, 2025Updated: 04:11 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে 'নরকে' পরিণত হয়েছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ের রিসর্টে ২৬ পর্যটককে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জেহাদিরা। এক মুহূর্তে জীবন বদলে গিয়েছে নিহতদের পরিবারের। এই জঙ্গি হামলায় শিউরে উঠছে বিশ্ব। সৌদি আরবের সফর কাটছাঁট করে আজ দেশ ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা, ইজরায়েল, ইটালি, রাশিয়া। শোকপ্রকাশ করেছে পাকিস্তান। আর ওদের পরেই শোকবার্তা দিল চিন। এই মুহূর্তে সস্ত্রীক ভারত সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Advertisement

জঙ্গি হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দেন ট্রাম্প। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভারতের জঙ্গি হামলার ঘটনা আমাকে বিব্রত করেছে। আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালীভাবে ভারতের পাশে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের অসাধারণ জনগণ, আপনাদের জন্য আমার পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা।' পরে তিনি ফোনে কথা বলেন মোদির সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তান শোকপ্রকাশ করার পরই সমবেদনা জানিয়েছে চিন। দিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং বর্বোচিত জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় লেখেন, 'পহেলগাঁওয়ের ঘটনায় আমরা স্তম্ভিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'

এই দুঃসময়ে ভারতের দাঁড়িয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'ভারতের এই সন্ত্রাসী হামলা ভয়াবহ। অনেকে প্রাণ হারিয়েছেন। আমরা ভারতের পাশে রয়েছি। আক্রান্তদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মোদিকে শোকবার্তা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, "পহেলগাঁওয়ের এই নৃশংস অপরাধের নিন্দা করার কোনও ভাষা নেই। বহু নিরীহ মানুষ এই জঙ্গি হামলার শিকার। আক্রান্তদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।"

পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার জড়িত জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চার জঙ্গির ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার থেকে 'নরকে' পরিণত হয়েছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ের রিসর্টে ২৬ পর্যটককে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জেহাদিরা।
  • এক মুহূর্তে জীবন বদলে গিয়েছে নিহতদের পরিবারের। এই জঙ্গি হামলায় শিউরে উঠছে বিশ্ব।
  • শোকপ্রকাশ করেছে পাকিস্তান। আর ওদের পরেই শোকবার্তা দিল চিন।
Advertisement