সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। 'বিজয়ী ভাষণে' 'সোনার আমেরিকা'র স্বপ্ন দেখালেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।" ট্রাম্প দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তাঁর সরকার।
মার্কিন নির্বাচনের গণনা সম্পূর্ণ না হলেও ইতিমধ্যে রিপাবলিকান প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ২২৪টি আসন দখল করছেন কমলা হ্যারিস। দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন ট্রাম্প। বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণ দিলেন তিনি। বর্ষীয়ান নেতা বলেন, "এই জয় ঐতিহাসিক। ধন্যবাদ জানাই আমেরিকাবাসীকে। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।"
৭টি সুইং স্টেটের ৬টিতে এবং ২৪টি প্রদেশে ট্রাম্প জয় পেতেই স্থির হয়ে যায় সাদা বাড়ির ভবিষ্যৎ। এর পরেই আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে নিয়ে মঞ্চে ওঠেন ট্রাম্প। দলীয় সমর্থকদের 'আমেরিক আমেরিকা' জয়ধ্বনির মধ্যেই তিনি দাবি করলেন, "সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা।" ভোটপ্রচারে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়ের গন্ধ পেয়ে জানালেন---আমরা অনুপ্রবেশ বন্ধ করব। UFO রহস্য সমাধানেরও অঙ্গিকার করেন ট্রাম্প। নিজের রাজনৈতিক সাফল্যের জন্য স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান রিপাবলিকান নেতা।