shono
Advertisement

Breaking News

Donald Trump

'ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে'! দেশের শিক্ষা দপ্তর তুলে দিচ্ছেন ট্রাম্প

'আমেরিকার শিক্ষাব্যবস্থার উন্নতি হবে এই পদক্ষেপে', বলছেন ট্রাম্প।
Published By: Anwesha AdhikaryPosted: 10:23 AM Mar 21, 2025Updated: 10:23 AM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে'- হীরক রাজার দেশের সেই বিখ্যাত সংলাপকেই এবার বাস্তবে পরিণত করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? বৃহস্পতিবার আমেরিকার শিক্ষা দপ্তর পুরোপুরি বাতিলের পথে এগোলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারগুলির হাতে। মার্কিন শিক্ষা দপ্তর বলে আর কোনও কিছুর অস্তিত্ব থাকবে না।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট। সই করার পরে হাসিমুখে সেই আদেশ তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পরে জানান, "আমরা চাই যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তর পুরোপুরি বন্ধ হয়ে যাক। আগে যেমন শিক্ষার দায়িত্ব নিত প্রাদেশিক সরকারগুলি, আবারও সেরকম ব্যবস্থায় ফিরে যেতে চাই।" মার্কিন প্রেসিডেন্টের মতে, এই পদক্ষেপে ফলে উন্নতি হবে আমেরিকার শিক্ষাব্যবস্থার। আমেরিকার থেকে চিন এবং ইউরোপের শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।

১৯৭৯ সালের প্রতিষ্ঠিত হয় আমেরিকার শিক্ষা দপ্তর। মার্কিন কংগ্রেসের অনুমোদন না পেলে এই দপ্তর পুরোপুরি বাতিল করা যায় না। কিন্তু ট্রাম্পের নতুন নির্দেশের ফলে আপাতত শিক্ষার অনুদান এবং শিক্ষাকর্মীদের বেতন বন্ধ থাকবে। সেই সঙ্গে শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমোহনকে নির্দেশ দেওয়া হয়েছে, দপ্তর বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। প্রাদেশিক সরকারগুলির হাতে দ্রুত শিক্ষা সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্প যেভাবে খরচ কমাতে উঠেপড়ে লেগেছেন, সেটারই কোপ পড়েছে শিক্ষা দপ্তরের উপর।

মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। বিরোধিতা শুরু হয়েছে শিক্ষামহল থেকেও। উল্লেখ্য, দেশজুড়ে স্কুলগুলোর খরচের ১৩ শতাংশ বহন করে মার্কিন শিক্ষা দপ্তর। আপাতদৃষ্টিতে সেরকম গুরুত্বপূর্ণ না হলেও আর্থিকভাবে দুর্বল স্কুলগুলির জন্য এই অনুদান অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষভাবে সক্ষমদের স্কুলগুলিও অনেকটা নির্ভর করে মার্কিন শিক্ষা দপ্তরের অনুদানের উপর। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে পাকাপাকিভাবে বন্ধ সেই অনুদান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট।
  • ১৯৭৯ সালের প্রতিষ্ঠিত হয় আমেরিকার শিক্ষা দপ্তর। মার্কিন কংগ্রেসের অনুমোদন না পেলে এই দপ্তর পুরোপুরি বাতিল করা যায় না।
  • মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। বিরোধিতা শুরু হয়েছে শিক্ষামহল থেকেও।
Advertisement