shono
Advertisement
EU Commission

শুল্কযুদ্ধে 'অস্ত্র' ধরল ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন পণ্যে বাড়তি কর চাপাচ্ছে ২৭ দেশ

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা।
Published By: Amit Kumar DasPosted: 09:44 AM Apr 08, 2025Updated: 10:01 AM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার অস্ত্র ধরল ইউরোপীয় ইউনিয়ন (EU)। ইউরোপের ২৭টি দেশ মিলে গঠিত এই সংগঠন মার্কিন পারস্পরিক শুল্কের পালটা মার্কিন পণ্যে শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে। জানা যাচ্ছে, বহু মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে ইইউ-এর তরফে। সবমিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের তরফে শুরু করা শুল্কযুদ্ধ এবার হোয়াইট হাউসের দিকে বুমেরাং হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Advertisement

সংবাদ সংস্থা রয়টর্স সূত্রে জানা যাচ্ছে, গত সোমবার মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে থেকে এই শুল্ক নীতি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রস্তাবে বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর থেকে আরও বেশকিছু মার্কিন পণ্যের উপর চাপানো হবে বাড়তি শুল্ক। এর মধ্যে রয়েছে, হিরে, ডিম, ডেন্টাল ফ্লস, পোল্ট্রি-সহ বহু কিছু। যদিও সদস্য দেশগুলির আপত্তিতে বহু পণ্যকে এই তালিকা থেকে সরিয়েও নেওয়া হচ্ছে বলে খবর।

হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই শুল্কযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার দেশগুলি তো বটেই, ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই কর প্রযোজ্য হচ্ছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি-সহ আরও নানা সামগ্রীতে। এর পাশাপাশি ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আরও বহু পণ্যে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ে ২০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্রান্স, ইতালির মতো ইইউ সদস্যভুক্ত দেশগুলি। এই পরিস্থিতিতে এবার আমেরিকাকে পালটা দিতে অস্ত্র ধরছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে, আমেরিকাকে পালটা জবাব দিয়ে গতকাল মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছে চিন। এই ঘটনায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প চিনের উপর অতিরিক্ত ৫০ শতাংশ কর বসানো হবে বলে ঘোষণা করেছেন। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছে, ৮ এপ্রিলের মধ্যে চিন যদি এই ৩৪ শতাংশ কর প্রত্যাহার না করে তাহলে পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল থেকে আরও ৫০ শতাংশ শুল্ক বসানো হবে চিনা পণ্যের উপর। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার উপর পালটা কর বসালে ট্রাম্পের রক্তচক্ষু এই ২৭ দেশের উপরও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুল্কযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার অস্ত্র ধরল ইউরোপীয় ইউনিয়ন (EU)।
  • মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে ইইউ-এর তরফে।
  • আগামী ১৬ মে থেকে এই শুল্ক নীতি কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
Advertisement