shono
Advertisement

Breaking News

IPL 2025

মাঠের মধ্যেই রিঙ্কুকে সপাটে দু'বার চড় কুলদীপের, ফিরল হরভজন-শ্রীসন্থের 'স্ল্যাপগেট'!

আচমকা চড় খেয়ে কী করলেন রিঙ্কু?
Published By: Arpan DasPosted: 10:33 AM Apr 30, 2025Updated: 10:33 AM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ফিরল 'স্ল্যাপগেট' কাণ্ড! প্রথম মরশুমে শ্রীসন্থকে চড় মেরে বিতর্কে জড়িয়ে ছিলেন হরভজন সিং। আঠারো বছর পর যেন ফের সেই ঘটনাই ফিরে এল। ম্যাচের পর কেকেআরের রিঙ্কু সিংকে ঠাসিয়ে চড় মারলেন দিল্লির কুলদীপ যাদব। আচমকা চড় খেয়ে রীতিমতো হতবাক হয়ে যান রিঙ্কু।

Advertisement

দিল্লিকে ১৪ রানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে ভেসে রইল নাইট রাইডার্স। ম্যাচের পর হালকা মেজাজেই ছিলেন দু'দলের ক্রিকেটাররা। মাঠের ধারে গল্প করছিলেন ক্রিকেটাররা। হঠাৎই রিঙ্কুর গালে সপাটে চড় মেরে বসেন কুলদীপ। রিঙ্কু যেন তখনও কিছু বুঝে উঠতে পারেননি। ফের আরেকবার চড় মারেন দিল্লির স্পিনার।

পরপর দু'বার চড় খেয়ে রীতিমতো হতবাক হয়ে যান নাইট তারকা। কিংকর্তব্যবিমূঢ় ভাবে কুলদীপের দিকে তাকিয়ে থাকেন তিনি। যেন কী উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না। যদিও কুলদীপ হঠাৎ কেন চড় মেরে বসলেন, সেই কারণ অজানা। কিন্তু ভারতীয় স্পিনারের আচরণে একেবারেই খুশি নন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, অবিলম্বে কুলদীপের বিরুদ্ধে বিসিসিআইয়ের পদক্ষেপ নেওয়া উচিত। এমনকী তাঁকে 'ব্যান' করার কথাও উঠছে।

স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে ফিরে আসছে হরভজন ও শ্রীসন্থের 'স্ল্যাপগেটে'র ঘটনা। ২০০৮ সালে, আইপিএলের প্রথম মরশুমে পাঞ্জাবের শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। মাঠের মধ্যেই কেঁদে ফেলেন ভারতীয় পেসার। পরে হরভজনকে ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এবার কুলদীপের জন্যও বড় শাস্তির দাবি তুলছেন সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে ফিরল 'স্ল্যাপগেট' কাণ্ড! প্রথম মরশুমে শ্রীসন্থকে চড় মেরে বিতর্কে জড়িয়ে ছিলেন হরভজন সিং।
  • আঠারো বছর পর যেন ফের সেই ঘটনাই ফিরে এল।
  • ম্যাচের পর কেকেআরের রিঙ্কু সিংকে ঠাসিয়ে চড় মারলেন দিল্লির কুলদীপ যাদব। আচমকা চড় খেয়ে রীতিমতো হতবাক হয়ে যান রিঙ্কু।
Advertisement